
কলকাতা: রাতের পর ফের অগ্নিকাণ্ড কলকাতা শহরে। সোমবার রাতে আগুনে ধলসে যায় তারাতলার ঝুপড়ি। আর এবার আগুন লাগল দক্ষিণ কলকাতার স্কুলে। পাম অ্যাভিনিউয়ের অশোকা হল স্কুলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হু হু করে ধোঁয়া বেরতে দেখা যায়। তবে স্কুল বন্ধ থাকায় কারও কোনও ক্ষতি হয়নি। বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই জানাচ্ছেন দমকলকর্মীরা।
মঙ্গলবার ওই স্কুলে চলছিল মেরামতির কাজ। কোনও ক্লাস চলছিল না। আচমকাই আগুন লেগে যায়। দমকলকর্মীরা প্রাথমিকভাবে অনুমান করছেন, মেরামতির কাজ চলার সময় এসি থেকেই আগুন লেগে যায়। তার জেরেই ধোঁয়ায় ভরে যায় গোটা স্কুল চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রশ্ন উঠেছে, স্কুল চললে কি বিপদ এড়ানো সম্ভব হত?
কলকাতায় এই নিয়ে পরপর তিনদিনে তিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গত রবিবার নারকেলডাঙায় আগুনের পুড়ে গোটা ঝুপড়ি ভস্মীভূত হয়ে যায়। তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের একই ছবি দেখা যায় শহরে। সোমবার সন্ধ্যায় আগুন লেগে যায় তারাতলার একটি ঝুপড়িতে।