School Bus: সায়েন্স সিটির কাছে স্কুল বাসে আগুন, বাস খালি করে নামানো হল খুদেদের

সিজার মণ্ডল | Edited By: সায়নী জোয়ারদার

Aug 04, 2023 | 5:15 PM

Fire: সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাস কানেক্টরে পার্ক সার্কাসমুখী যে লেন, সেখানেই ঘটনাটি ঘটেছে। একটি বেসরকারি স্কুলের বাসে হঠাৎই প্রচন্ড ধোঁয়া বের হতে দেখা যায়। তারপরই শর্ট সার্কিট বা অন্য কোনও কারণে আগুন লেগে যায় বলে জানা যায়।

School Bus: সায়েন্স সিটির কাছে স্কুল বাসে আগুন, বাস খালি করে নামানো হল খুদেদের
রাস্তার ধারে পড়ুয়ারা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সায়েন্স সিটির (Science City) কাছে বেসরকারি স্কুলের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার স্কুল ছুটির পর পড়ুয়াদের নিয়ে ফিরছিল বাসটি। আচমকাই স্কুলবাসে আগুন লাগার ঘটনা ঘটে। এসি বাস সেটি। সেখানেই আগুন লাগে। অতি তৎপরতার সঙ্গে পড়ুয়াদের বাস থেকে নামানো হয়। পাশেই ফুটপাথে দাঁড় করিয়ে রাখা হয় খুদেদের।

সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাস কানেক্টরে পার্ক সার্কাসমুখী যে লেন, সেখানেই ঘটনাটি ঘটেছে। একটি বেসরকারি স্কুলের বাসে হঠাৎই প্রচন্ড ধোঁয়া বের হতে দেখা যায়। তারপরই শর্ট সার্কিট বা অন্য কোনও কারণে আগুন লেগে যায় বলে জানা যায়। বাসের চালক, হেল্পার দ্রুত ছাত্রছাত্রীদের বাস থেকে নামিয়ে নেন। পড়ুয়ারা নিরাপদেই আছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনায় পড়ুয়াদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, আচমকাই নজরে আসে স্কুল বাস থেকে অনর্গল ধোঁয়া বের হচ্ছে। এরপর বাচ্চাদের নামিয়ে আনা হয় বাস থেকে। এক স্কুল পড়ুয়ার কথায়, “এসি থেকে বাসে আগুন লেগে গিয়েছিল। পুরো বাস ধোঁয়ায় ভরে যায়।” খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। যেহেতু একেবারে বড় রাস্তার ধারে পড়ুয়াদের দাঁড় করিয়ে রাখা হয়েছে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেখানে দাঁড়িয়ে থাকেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। খবর দেওয়া হয় স্কুলেও। স্কুল থেকে আরও একটি বাস এনে বাচ্চাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর। শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে সূত্রের খবর।

Next Article