কলকাতা: তিলজলার একটি বন্ধ গোডাউনে ভয়াবহ আগুন লাগল সোমবার। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বন্ধ গোডাউনে মূলত কাঠের সামগ্রী ও রবারের কিছু সামগ্রী মজুত ছিল বলে স্থানীয় সূত্রে খবর। তাতেই আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। বন্ধ গোডাউনের পাঁচিল ভেঙে আহত হন দমকলের দুই কর্মী। একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকার এক বাসিন্দা বিরজুকুমার দাসের কথায়, সোমবার সন্ধ্যায় হঠাৎ তিনি দেখেন এলাকার বন্ধ গোডাউন থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে। চারদিক কুণ্ডলী পাকিয়ে বেরিয়ে আসছে ধোঁয়া। এরপরই তিনি এলাকার লোকজনকে ডেকে আনেন। ফোন করা হয় দমকলে। কড়েঞা থানায় খবর দেওয়া হয়। দমকল না আসা অবধি এলাকার ছেলেরাই কারখানার উল্টোদিকের বাড়ির ছাদে উঠে বালতি বালতি জল ঢালতে থাকেন।
এলাকার বাসিন্দাদের কথায়, এই কারখানা অনেকদিন ধরেই বন্ধ। ভিতরে পুরনো প্রচুর কাঠ রাখা ছিল। তাতেই মুহূর্তে আগুন ধরে যায়। হাওয়াও ছিল, ফলে ছড়িয়ে পড়ে আগুন। কী করে আগুন লাগল তা স্পষ্ট নয়। সৈয়দ মনসুর আলম নামে এক বাসিন্দা বলেন, দীপাবলির সময়, কীভাবে আগুন লাগল তা বলা মুশকিল। কারণ বাজিও ফাটছে প্রচুর। সেইসব বাজির কোনও অংশ পড়ে এমন ঘটনা কি না তা বলা যাচ্ছে না।