
কলকাতা: খাস কলকাতায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। বেলেঘাটা চালপট্টির কাছে একটি বসতবাড়িতে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। ইতিমধ্যেই দমকলের ১০টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে ঘটনাস্থলে। গোটা বাড়ি দাউদাউ করে জ্বলছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলের কর্মীরা। দুর্ঘটনার সময় ওই বাড়ির ভিতরে কেউ ছিলেন কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আগুন লাগার সময় বিকট শব্দে কেঁপে উঠেছিল এলাকা।
কীভাবে এই আগুন লাগল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। যদিও এদিনের দুর্ঘটনায় কারও আহত হওয়ার খবর মেলেনি। তবে আগুন লাগার ঘটনায় এলাকাবাসীদের মনে ব্যাপক আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। এদিকে দুর্ঘটনাস্থলের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে গোটা বাড়িটিকে গ্রাস করে নিয়েছে আগুনের লেলিহান শিখা। গোটা এলাকা ঢেকে গিয়েছে ঘন সাদা ধোঁয়ায়। বাড়ির ভিতরের প্রায় অধিকাংশই আগুনে ভষ্মীভূত হয়ে গিয়েছে।
যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলের কর্মীরা। এদিকে বেলেঘাটা থানার একটি বিশাল পুলিশবাহিনীও দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত বাড়িটির চারদিকে কৌতুহলী মানুষজনের ভিড় জমতে শুরু করেছে। পুলিশকর্মীরা তাঁদের ওই বাড়িটি থেকে নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করছেন। একইসঙ্গে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে আগুন লাগার কারণ বোঝার চেষ্টা করছেন পুলিশকর্মীরা।