Fire in Kolkata: মধ্যরাতে খাস কলকাতায় ফের অগ্নিকাণ্ড! লেলিহান শিখায় পুড়ে খাক আস্ত গোডাউন

Soma Das | Edited By: Avra Chattopadhyay

Feb 24, 2025 | 9:03 AM

Fire in Kolkata: দমকল আসার অপেক্ষা না করে আগুন নেভাতে প্রথমেই উদ্যত হন স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে দমকল এসে পৌঁছলে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কিন্তু ততক্ষণে পুড়ে খাক গোটা গোডাউন।

Fire in Kolkata: মধ্যরাতে খাস কলকাতায় ফের অগ্নিকাণ্ড! লেলিহান শিখায় পুড়ে খাক আস্ত গোডাউন
খাস কলকাতায় আগুন
Image Credit source: ফাইল চিত্র

Follow Us

কলকাতা: খাস কলকাতায় ফের আগুন। এবার বালিগঞ্জ। গতকাল রাত ১টা নাগাদ আগুন লাগে দক্ষিণ কলকাতার শিশুমঙ্গল হাসপাতালের ঠিক উল্টোদিকে মতিলাল নেহরু রোডের একটি ডেকোরেটারসের গোডাউনে। লেলিহান আগুনের শিখা যতক্ষণে প্রায় খেয়ে ফেলেছে গোডাউনটিকে, সেই সময় তা নজরে আসে স্থানীয়দের। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে।

জানা গিয়েছে, দমকল আসার অপেক্ষা না করেই আগুন নেভাতে উদ্যত হন স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে দমকল বাহিনী এসে পৌঁছলে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কিন্তু ততক্ষণে পুড়ে খাক গোটা গোডাউন। জানা গিয়েছে, দমকলের মোট ১২টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ড। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই খবর।

কিন্তু কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই নিয়ে এখনও পর্যন্ত মেলেনি কোনও তথ্য। দমকল সূত্রে জানা গিয়েছে, গোডাউনের অন্দরে প্রচুর পরিমাণ বাঁশ, কাঠ, কাপড়ের মতো দাহ্য পদার্থ মজুত করে রাখায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। সামনেই আবার শিশু মঙ্গল হাসপাতাল। ফলত, ঝুঁকি যে অনেকটাই ছিল, সেই নিয়ে কোনও সন্দেহই নেই।

তাই খবর পেতেই দ্রুত ছুটে যায় বাহিনী। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এলেও লেলিহান আগুনে সব শেষ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে দমকল সূত্রে। পাশাপাশি, গোডাউনের অন্দরে অগ্নি নির্বাপক কোনও ব্যবস্থা ছিল কিনা তাও তদন্ত করে দেখছে তারা।