Kolkata Fire: মেছুয়া বাজারের হোটেলে আগুন, কার্নিশে দাঁড়িয়ে ২ গেস্ট, ‘কেউ ঝাঁপ দেবেন না…’, মাইকিং পুলিশের

Kolkata Fire: জানা যাচ্ছে, মঙ্গলবার মেছুয়ার ফলবাজারে অবস্থিত সংশ্লিষ্ট ওই হোটেলে আগুন ধরে যায়। এলাকাবাসীর কথায়, পুরো হোটেলেই ভর্তি অতিথিরা। প্রাণ বাঁচাতে দুই ব্যক্তি জানলার কার্নিশে উঠে গিয়েছেন।

Kolkata Fire: মেছুয়া বাজারের হোটেলে আগুন, কার্নিশে দাঁড়িয়ে ২ গেস্ট, কেউ ঝাঁপ দেবেন না..., মাইকিং পুলিশের
মেছুয়া বাজারে আগুন (রাতের ছবি)Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 29, 2025 | 11:38 PM

কলকাতা: মেছুয়া বাজারে বিধ্বংসী আগুন। একটি হোটেলে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। প্রাণ বাঁচাতে হোটেলের জানলা দিয়েই ঝাঁপ এক কর্মীর। ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের আওয়াজ আসছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। একই সঙ্গে উপস্থিত হয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা। রয়েছেন সিপিও।

জানা যাচ্ছে, মঙ্গলবার মেছুয়ার ফলবাজারে অবস্থিত সংশ্লিষ্ট ওই হোটেলে আগুন ধরে যায়। আগুনের তেজ বাড়তেই আতঙ্কে উপর থেকে ঝাঁপ দেন হোটেলেরই এক কর্মী। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃতের নাম মনোজ পাসোয়ান। আহতও হয়েছেন একজন। তাঁর নাম সঞ্জয় দাস। তিনিও হোটেলের কর্মী। এলাকাবাসীর কথায়, পুরো হোটেলেই ভর্তি অতিথিরা। প্রাণ বাঁচাতে দুই ব্যক্তি জানলার কার্নিশে উঠে গিয়েছেন। নিচ থেকে মাইকিং করে বলা হচ্ছে, ‘কেউ ঝাঁপ দেবেন না। মই নিয়ে আসা হচ্ছে।’ এ দিকে, জানা যাচ্ছে, আগুন ছড়িয়ে পড়েছে হোটের ছ’তলার বিভিন্ন ফ্লোরে। ছাদের উপরেও আটকে রয়েছেন অনেকে। মই দিয়ে ইতিমধ্যে অনেককে নামিয়ে আনা হয়েছে। গ্যাস কাটার দিয়ে গ্রিল কাটা হচ্ছে। ছাদের উপরে যাঁরা রয়েছেন, তাঁদের কাছে পৌঁছে যাচ্ছে মই। উপরে যারা আটকে আছে তারা ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছেন।

প্রত্যক্ষদর্শী পবনভাই বলেন, “এক ঘণ্টা ধরে আগুন জ্বলছে। হোটেলের এক কর্মী আগুন লাগার পরই ঝাঁপ মেরেছে। অনেক লোক এখনও ভিতরে রয়েছে।”