Kolkata Fire News: গলগল করে বেরচ্ছে ধোঁয়া! কলকাতার নামজাদা এলাকার বহুতলে ভয়াবহ আগুন

Kolkata Fire News: আগুনের প্রকোপের জ্বলে পুড়েখাক হয়ে যায় ফ্লোরের বাইরের দেওয়াল লাগোয়া তিনটি এসির আউটপুট। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন।

Kolkata Fire News: গলগল করে বেরচ্ছে ধোঁয়া! কলকাতার নামজাদা এলাকার বহুতলে ভয়াবহ আগুন
ফাইল ফোটোImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

May 17, 2025 | 4:09 PM

কলকাতা: শহরে ফের ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলে উঠল বহুতলের একটি অংশ। শনিবার দুপুর নাগাদ আগুন লাগে মিন্টো পার্ক সংলগ্ন এলাকার ওই বহুতলের ফ্লোরে। আগুনের প্রকোপের জ্বলে পুড়েখাক হয়ে যায় ফ্লোরের বাইরের দেওয়াল লাগোয়া তিনটি এসির আউটপুট। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন।

নারকেলডাঙা, মেছুয়াবাজার, বড়বাজারের পেরিয়ে এবার একই ভাবে অগ্নিকাণ্ডের শিকার কলকাতার নামজাদা মিন্টো পার্ক সংলগ্ন এলাকার একটি বহুতল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই বহুতলের ছয় তলায় আগুন লাগে। কিন্তু কীভাবে ঘটল এমন অঘটন? সেই নিয়ে স্পষ্ট ধারণা এখনও না পাওয়া গেলেও, দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, এসি মেশিনে কোনও ভাবে শট সার্কিট হওয়ার কারণেই লাগে আগুন।

জানা গিয়েছে, যে বহুতলে আগুনটি লাগে, তা একটি কমার্শিয়াল বিল্ডিং। অর্থাৎ, সেই বহুতলে একাধিক সংস্থার অফিস রয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই বহুতলে কর্মরতদের নিরাপদ ভাবে বের করা আনা হয়। যারা এখনও ভিতরে রয়ে গিয়েছেন তাদেরও নিরাপদে বাইরে নিয়ে আসার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে সেই বহুতলেই কর্মরত এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাৎ করে অগ্নি সনাক্তকারী যন্ত্র বা ফায়ার অ্যালার্মটি বেজে ওঠে। অফিস কেবিনে বসে থাকায় অনেকই প্রাথমিক ভাবে টের পায়নি যে বাইরে কী কাণ্ডটাই না ঘটে গিয়েছে। ফায়ার অ্যালার্মের শব্দ শুনতেই বহুতলের সিঁড়ি দিয়ে কর্মীরা নামতে শুরু করেন। নিরাপদ ভাবে বাইরে বেরিয়ে আসেন।

তবে এই প্রতিবেদনটি যখন লেখা হয়েছে, ততক্ষণে দমকল আগুনের লেলিহান শিখাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। সামাল দেওয়া হয়েছে পরিস্থিতি।