Firhad Hakim: ‘অপরাধীদের কোনও রাজনৈতিক রং নেই…’, মানবতার বার্তা ববির

Firhad Hakim: প্রসঙ্গত, ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদ। সুতি-ধুলিয়ান-জঙ্গিপুরের একাধিক জায়গায় শনিবার রাতেও নতুন করে অশান্তির ছবি দেখা গিয়েছে। ওইদিন  সন্ধ্যাতেই আবার মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

Firhad Hakim: অপরাধীদের কোনও রাজনৈতিক রং নেই..., মানবতার বার্তা ববির
ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 13, 2025 | 2:23 PM

কলকাতা: রাজনীতির উর্ধ্বে উঠে মানুষের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। উত্তপ্ত মুর্শিদাবাদ নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী। তাঁর বক্তব্য, এখন রাজনীতি করার সময় নয়। দুষ্কৃতীদের কোনও রাজনৈতিক রঙ হয় না বললেন ববি।

রবিবার শান্তির বার্তা দিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, “আমি সবাইকে বলব রাজনীতির উর্ধ্বে উঠতে হবে। নিশ্চিতভাবে মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যায় হয়েছে। মানুষের সেবায় ব্রত হওয়া উচিত। এখানে রাজনীতি করা ঠিক নয়। মানুষের পাশেই মানুষের দাঁড়ানো উচিত। মানব ধর্ম তাই বলে।” এরপরই তিনি বলেন, “যাঁরা অপরাধী তাঁরা অপরাধী। তাঁদের কাছে কোনও রাজনৈতিক রং নেই।”

প্রসঙ্গত, ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদ। সুতি-ধুলিয়ান-জঙ্গিপুরের একাধিক জায়গায় শনিবার রাতেও নতুন করে অশান্তির ছবি দেখা গিয়েছে। ওইদিন  সন্ধ্যাতেই আবার মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পৌঁছে গিয়েছেন বিএসএফের বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল করণি সিং। রবিবার আবার সেখানে এলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। এরমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে বাংলায় আফস্পার দাবি জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।