AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: ‘আমরা সমর্থন করছি না’, হুমায়ুনের পাশে নেই দল

Firhad Hakim On Humayun Kabir: প্রসঙ্গত, আগামী ৬ তারিখ মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আর সেই কাজে যদি তিনি বাধাপ্রাপ্ত হন, অর্থাৎ কেউ যদি বাধা দেন, তাহলে জাতীয় সড়ক অবরুদ্ধ করার ডাকও দিয়েছেন তিনি।

Firhad Hakim: 'আমরা সমর্থন করছি না', হুমায়ুনের পাশে নেই দল
কী বললেন ফিরহাদ হাকিম? Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 03, 2025 | 7:11 PM
Share

কলকাতা: মুর্শিদাবাদে হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে চড়ছে পারদ। এবার মুখ খুললেন শাসকমন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। যাদবপুর বিধানসভায় এসআইআর-এর ওয়ার রুম পরিদর্শন করতে গিয়ে একথা বললেন ফিরহাদ। ফিরহাদের বক্তব্য, “আমি বা আমার দলের কেউ এই ধরনের সিদ্ধান্তকে সমর্থন করি না। আমাদের দল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। কাউকে ঠেস দিয়ে রাজনীতি করা আমাদের দলের কাজ নয়। এই ধরনের সিদ্ধান্ত বা যে ধরনের বক্তব্য হচ্ছে তা আমরা সমর্থন করছি না।”

প্রসঙ্গত, আগামী ৬ তারিখ মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আর সেই কাজে যদি তিনি বাধাপ্রাপ্ত হন, অর্থাৎ কেউ যদি বাধা দেন, তাহলে জাতীয় সড়ক অবরুদ্ধ করার ডাকও দিয়েছেন তিনি। পাশাপাশি মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)-র কলার ধরার হুঁশিয়ারিও দিয়েছেন। বলেছেন, “আগুন  নিয়ে খেলতে আসবেন না। আপনি আমার কাজে বাধা দিচ্ছেন। যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে রক্ষা করার কেউ থাকবে না।”

কিন্তু হুমায়ুন কবীরের এই ধরনের বক্তব্য আরও চড়েছে উত্তাপ। তাঁর সাম্প্রতিক বক্তব্য ও কাজে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সে জন্য তাঁর বিরুদ্ধে আগাম পদক্ষেপের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে রাজ্যকে চিঠিও পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু দলেরই বিধায়কের মন্তব্য কোনওভাবে সমর্থনযোগ্য নয় বলে, শাসকদল ইতিমধ্যেই হাত গুটিয়েছে।