কলকাতা: ফ্ল্যাট প্রতারণা মামলায় অস্বস্তি বাড়ল নুসরত জাহানের। নিম্ন আদালতে ধাক্কা বসিরহাটের সাংসদের। নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে বসিরহাটের তৃণমূল সাংসদকে। আলিপুর জজ কোর্ট মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। এর আগে যতবার আলিপুরের আদালতে ফ্ল্যাট প্রতারণা মামলার শুনানি হয়েছে, নানা কারণ দেখিয়ে হাজির থাকেননি নুসরত জাহান। তবে মঙ্গলবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালতে আসতেই হবে এই তারকা-সাংসদকে। এরপর যেদিন মামলার শুনানি হবে, হাজির হতে হবে নুসরতকে। এর আগে নুসরত নিজে না এসে, তাঁর আইনজীবীকে পাঠিয়েছেন আদালতে। এবার আর তা সম্ভব না।
২০১৪-১৫ সালে ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থার ডিরেক্টর পদে ছিলেন নুসরত জাহান। অভিযোগ, সেই সংস্থা ব্যাঙ্ক কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা নিয়েছিল। কিন্তু সেই ফ্ল্যাট তাঁরা পাননি। অভিযোগ, তাঁদের আশ্বস্ত করা হয়েছিল ২ কামরার ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু সে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এরপর বলা হয়, হিডকোর কাছে ৩ কামরার ফ্ল্যাট পাবেন এই ব্যাঙ্ক কর্মীরা। সেই প্রতিশ্রুতিও জলে যায়।
নুসরত ততদিনে পাম অ্যাভিনিউয়ে একটি ফ্ল্যাট কেনে। ব্যাঙ্ক কর্মীরা এরপর গড়িয়াহাট থানায় অভিযোগ জানান। নুসরতের বিরুদ্ধে সেই প্রথম প্রতারণার অভিযোগ ওঠে। তবে পুলিশের ভূমিকা খুব একটা সন্তোষজনক ছিল না বলে অভিযোগ করেন ব্যাঙ্ক কর্মীরা। এরপর আলিপুর আদালতে মামলা করেন তাঁরা। কিছুদিন আগে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই ব্যাঙ্ক কর্মীদের নিয়ে ইডির দফতরে গিয়েছিলেন। যদিও নুসরত সমস্ত অভিযোগ ইতিমধ্যেই অস্বীকার করেছেন।