Former Justice Abhijit Ganguly: বাড়ল মেডিক্যাল বোর্ডের সদস্য সংখ্যা, শুধু পরিপাকতন্ত্র নয়! অভিজিতের হৃদযন্ত্রের রিপোর্টেও বাড়ছে উদ্বেগ

Former Justice Abhijit Ganguly: হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিজেপি সাংসদের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। তার মধ্যেই ইকো কার্ডিওগ্রাফির রিপোর্ট দেখে চিন্তা বেড়েছে চিকিৎসকদের।

Former Justice Abhijit Ganguly: বাড়ল মেডিক্যাল বোর্ডের সদস্য সংখ্যা, শুধু পরিপাকতন্ত্র নয়! অভিজিতের হৃদযন্ত্রের রিপোর্টেও বাড়ছে উদ্বেগ
প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়Image Credit source: Getty Image

| Edited By: Avra Chattopadhyay

Jun 16, 2025 | 11:48 AM

কলকাতা: ভাল আছেন প্রাক্তন বিচারপতি? শনিবার মধ্যরাতে শহরের একটি নামজাদা বেসরকারি হাসপাতালে গুরুতর ভাবে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর থেকে কেটে গিয়েছে একটা গোটা দিন। সোমে কি খানিক সুস্থ বোধ করছেন সাংসদ?

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিজেপি সাংসদের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। তার মধ্যেই ইকো কার্ডিওগ্রাফির রিপোর্ট দেখে চিন্তা বেড়েছে চিকিৎসকদের।

প্রাক্তন বিচারপতির চিকিৎসার জন্য হাসপাতাল তরফে যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল তাতে এবার বাড়ল সদস্যের সংখ্যাও। প্রথমে ৭ সদস্য নিয়ে তৈরি হয় বোর্ডটি। এরপর দিন পেরতেই হাসপাতাল তরফে মেডিক্যাল বোর্ডে নিযুক্ত করা হয়েছে এক কার্ডিওলজিস্টকে। মূলত, সদ্য করা কার্ডিওগ্রাফির পরীক্ষা ও তার রিপোর্টের পরেই এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই খবর।

কী হয়েছে সাংসদের?

বর্তমানে আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (জিআই) সেপসিসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি। এটি হল এক ধরনের শারীরিক পরিস্থিতি যা পরিপাকতন্ত্রে সংক্রমণ থেকে তৈরি হয়। যার জেরে রোগীর অবস্থা সংকটজনক পর্যায় পর্যন্ত পৌঁছে যেতে পারে।

আরও সহজ ভাষায় বলতে গেলে, এটি এমন একটি অসুস্থতা যেখানে শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা পরিপাকতন্ত্রে সংক্রমণের প্রতিক্রিয়া দেখায়। ফলত, উল্টে শারীরিক ক্ষতির মুখে পড়েন রোগীরা। বাড়ে বিকল হওয়ার সম্ভবনাও। তবে প্যানক্রিয়াটাইটিসের সমস্যার পাশাপাশি সাংসদের শরীরে তৈরি হওয়া আরও কয়েকটি সমস্যা নিয়ে চিন্তা বাড়ছে চিকিৎসকদের মধ্যে। হাসপাতাল তরফে জানা গিয়েছে, উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, থাইরয়েডের অসুস্থতা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।