SIR Notice: এবার শুনানিতে ডাক পড়ল কলকাতার প্রাক্তন CP ও তাঁর ছেলের
Kolkata: কমিশন সূত্রে খবর, প্রসূন এবং রণজিৎ-এর নাম ২০০২ এর তালিকায় নেই। সেই কারণেই তাঁদের নোটিস পাঠানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। রণজিত জানিয়েছেন যে, ২০০২ সালে তাঁর বাবা উত্তরবঙ্গে পোস্টিং ছিলেন। সেই কারণে সম্ভবত তালিকায় নাম নেই। ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি IG পদে কর্মরত ছিলেন। সেই কারণেই সম্ভবত নাম নেই।

কলকাতা: এসআইআর-এর শুনানি চলছে। যাঁদের খসড়া তালিকায় নাম নেই,নিয়মের খাতিরে নির্বাচন কমিশন তাঁদের সকলকেই নোটিস পাঠাচ্ছে। এই আবহের মধ্যেই এবার জানা যাচ্ছে,এসআইআর নোটিস পেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়। এবং নোটিস পাঠানো হয়েছে তাঁর পুত্র রণজিৎ মুখোপাধ্যায়কেও।
কমিশন সূত্রে খবর, প্রসূন এবং রণজিৎ-এর নাম ২০০২ এর তালিকায় নেই। সেই কারণেই তাঁদের নোটিস পাঠানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। রণজিত জানিয়েছেন যে, ২০০২ সালে তাঁর বাবা উত্তরবঙ্গে পোস্টিং ছিলেন। সেই কারণে সম্ভবত তালিকায় নাম নেই। ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি IG পদে কর্মরত ছিলেন। সেই কারণেই সম্ভবত নাম নেই। রণজিৎ বলেন, “আমাকে এবং আমার বাবাকে নির্বাচন কমিশনের নোটিস পাঠানো হয়েছে। ২০০২ সালের তালিকায় নাম নেই। ১৪ এবং ১৫ তালিকায় আমাদের SDO অফিসে গিয়ে প্রমাণ করতে হবে আমরা ভোটার হচ্ছি। আমি ২০১৯-এর কংগ্রেসের হয়ে লড়াই করেছিলাম। আমি যদি ১৪ তারিখ না যাই তাহলে আমি ভোটার লিস্ট থেকে বেরিয়ে যাব। বিজেপি যেটা ভেবেছিল রোহিঙ্গা-মুসলিম। অথচ হিন্দুদেরই বেশি নাম বাদ যাচ্ছে।”
প্রসঙ্গত, এর আগে নোবেল জয়ী অমর্ত্য সেনকে এসআইআর-এর নোটিস পাঠানো হয়েছিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, অমর্ত্য সেনের নামের ভুল ছিল। সেই কারণে লজিকাল ডিস্ক্রিপেন্সি দেখে নোটিস দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, বিএলও অর্মত্যবাবুর বাড়িতে যাবেন। সেখানেই ওঁর এসআইআর-এর শুনানি হবে। অর্মত্য সেনকে নোটিস পাঠানোর বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক। এছাড়াও ক্রিকেটার মহম্মদ শামিকে শুনানির নোটিস পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছিল।
