AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajib Kumar: ‘রাজীবকে বাঁচাতেই শোকজ করা হয়েছে, ব্যবস্থা নেওয়ার জন্য নয়’, কেন বাঁচানোর চেষ্টা? সে কথাও বললেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা

IPS Rajib Kumar: নজরুলবাবু বলেন, "আমার মনে হয় রাজীব কুমার খারাপ অবস্থায় ছিলেন। তাঁকে বাঁচাতেই শোকজ করা হয়েছে। রাজীব ওইদিন কী পোশাকে ঢুকেছিলেন মাঠে? সাদা পোশাকে? যদি ডিউটি করতে যেতেন তাহলে তো ইউনিফর্ম পরে যেতে হত তাঁকে। উনি তো ইউনিফর্ম পরে যাননি।"

Rajib Kumar: 'রাজীবকে বাঁচাতেই শোকজ করা হয়েছে, ব্যবস্থা নেওয়ার জন্য নয়', কেন বাঁচানোর চেষ্টা? সে কথাও বললেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা
বাঁদিকে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা নজরুল ইসলাম, ডানদিকে ডিজিপি রাজীব কুমারImage Credit: Tv9 Bangla
| Updated on: Dec 17, 2025 | 3:56 PM
Share

কলকাতা: যুবভারতী-কাণ্ডে শোকজ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। শোকজ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয়েছে কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তৈরি হওয়া ওই কমিটির তরফে শোকজ করে ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। আজই দিতে হবে জবাব। তবে, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা নজরুল ইসলাম বলছেন, সবটাই আইওয়াশ। রাজীব কুমারকে বাঁচাতেই এই শোকজ করা হয়েছে। ব্যবস্থা নেওয়ার জন্য নয়।

নজরুলবাবু বলেন, “আমার মনে হয় রাজীব কুমার খারাপ অবস্থায় ছিলেন। তাঁকে বাঁচাতেই শোকজ করা হয়েছে। রাজীব ওইদিন কী পোশাকে ঢুকেছিলেন মাঠে? সাদা পোশাকে? যদি ডিউটি করতে যেতেন তাহলে তো ইউনিফর্ম পরে যেতে হত তাঁকে। উনি তো ইউনিফর্ম পরে যাননি। তার মানে ডিউটিও করতে যাননি। আর যদি ডিউটি করতে না যান, তাহলে ওইখানে ঢোকার জন্য ১০ লক্ষ টাকার টিকিট কেটে ঢুকতে হত? উনি টিকিট কাটেননি। তার মানে উনি যখন ঢুকেছেন সেটা বেআইনি ভাবে ঢুকেছেন। অতএব তাঁর বিরুদ্ধে তদন্ত হয়ে সাজা হওয়া উচিত ছিল।”

এরপরই বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, “কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সাজা দিতে পারবেন না। কারণ, চিটফান্ড তদন্ত-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ ছিল সেটা তিনি লোপাট করেছেন আর সেই অভিযোগে উনি অভিযুক্ত। অনেকদিন ফেরারও ছিলেন। কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদ করতেও ওঁর বাড়ি যায়। তিনি যদি সৎ অফিসার হতেন তাহলে প্রমাণ লোপাটের অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠত না। আর লোপাট যে তিনি করেছেন সেটা যে ধ্বংস করেছেন তা তো নয়। কোথাও সুন্দরভাবে রেখেছেন। অতএব মমতা তাঁর গায়ে হাত দিলে মুখ্যমন্ত্রীর বিপদ আছে। সেইটাই আঁচ করে মমতা ওকে বলেছেন ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিতে। উনিও উত্তর দেবেন। আর বলবেন দোষ পাওয়া যায়নি। ওকে বাঁচাতে শোকজ হয়েছে, ব্যবস্থা নেওয়ার জন্য নয়।

গত শনিবার যুবভারতীতে মেসিকে না দেখতে পেয়ে তুুমুল বিশৃঙ্খলার ছবি সামনে আসে। ভাঙচুর চালায় একাংশ ক্ষুব্ধ জনতা। কয়েক মিনিটের মধ্যে তছনছ হয়ে যায় গোটা স্টেডিয়াম। ঘটনার দিন মেসি মাঠে প্রবেশ করার আগেই উপস্থিত হয়েছিলেন রাজীব কুমার। ঘটনার পর সাংবাদিক বৈঠকও করেন ডিজি। পরবর্তীতে তাঁকেই শোকজ করা হয়।