SSC Case: আদালতে প্রশান্তকে বিরূপ সাক্ষী বলল CBI

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির একাধিক মামলা এখনও আদালতের বিচারাধীন। ইতিমধ্যে অনেক অভিযুক্তের জেলমুক্তি হলেও, সিবিআই-এর কথা অনুযায়ী 'নিয়োগ দুর্নীতির কিংপিন' পার্থ চট্টোপাধ্যায়ের এখনও জেলমুক্তি হয়নি। তবে গ্রুপ সি-সহ কয়েকটি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু অন্যান্য মামলা থাকায় তিনি এখনও জেলবন্দি।

SSC Case: আদালতে প্রশান্তকে বিরূপ সাক্ষী বলল CBI
সিবিআইImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 21, 2025 | 6:05 AM

কলকাতা: SSC-র প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত শূরকে বিরূপ সাক্ষী ঘোষণা করল সিবিআই (CBI)। এসএসসি নিয়োগ মামলার সাক্ষ্যগ্রহণ পর্বের দ্বিতীয় দিন সাক্ষ্য দেন প্রশান্তবাবু। আদালত সূত্রে জানা গিয়েছে, তিনি সিবিআইকে যে সাক্ষ্য দিয়েছিলেন তার কিছু অংশের সঙ্গে সহমত নয় কেন্দ্রীয় এজেন্সি। বিচারকের সামনেই সহমত পোষণ না করায় তাঁকে বিরুপ সাক্ষী ঘোষণা করার আবেদন জানায় সিবিআই।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির একাধিক মামলা এখনও আদালতের বিচারাধীন। ইতিমধ্যে অনেক অভিযুক্তের জেলমুক্তি হলেও, সিবিআই-এর কথা অনুযায়ী ‘নিয়োগ দুর্নীতির কিংপিন’ পার্থ চট্টোপাধ্যায়ের এখনও জেলমুক্তি হয়নি। তবে গ্রুপ সি-সহ কয়েকটি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু অন্যান্য মামলা থাকায় তিনি এখনও জেলবন্দি। বস্তুত, এসএসসি নবম-দশম, একাদশ-দ্বাদশ ও গ্রুপ সি এই তিন মামলায় একসঙ্গে শুনানি চলছে। আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ এসএসসির একাধিক কর্তাব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল। শনিবার চলছিল সেই সকল মামলার সাক্ষগ্রহণ পর্ব। সেই সময়ই সিবিআই প্রশান্তকে ‘বিরূপ সাক্ষী’ বলেন।

প্রসঙ্গত, ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। একাধিক নিয়োগ মামলায় নাম জড়ায় তাঁর। সেই থেকে এখনও (২০২৫ সালের সেপ্টেম্বর) পর্যন্ত জেলেই দিন কাটছে তাঁর। এমনকী, নাম জড়িয়েছে তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়েরও। কাঁড়ি-কাঁড়ি টাকা উদ্ধার হয়েছিল তাঁর বাড়ি থেকে।