Buddhadeb Bhattacharjee: বুদ্ধবাবুর চোখে দুনিয়া দেখবেন ওঁরা, চক্ষুপ্রতিস্থাপন সারা

Buddhadeb Bhattacharjee: বৃহস্পতিবার রাতেই একজনের চোখে সেই কর্নিয়া প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার হয়। শুক্রবার সকালে আরেকজনের চোখে কর্নিয়া প্রতিস্থাপিত হবে। চিকিৎসক গৌতম ভাদুড়ি আরআইও’র অধিকর্তা থাকাকালীন চোখের চিকিৎসায় সরকারি উৎকর্ষ কেন্দ্রে চোখ দেখাতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Buddhadeb Bhattacharjee: বুদ্ধবাবুর চোখে দুনিয়া দেখবেন ওঁরা, চক্ষুপ্রতিস্থাপন সারা
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2024 | 8:38 PM

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দূরদর্শিতার প্রমাণ মিলল চক্ষুদানের সিদ্ধান্তেও। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে নিয়মিত চোখের চিকিৎসাও করিয়েছেন। চোখের কর্নিয়া ছিল ভাল, তাই কোনও অস্ত্রোপচার করাননি। সে কারণেই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের (Age Related Macular Degeneration) মতো চোখের সমস্যা থাকার পরও তাঁর চোখের কর্নিয়া প্রতিস্থাপন যোগ্য, জানাল রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজি বা আর‌আইও (RIO)।

এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের কারণে চোখে জল জমার পাশাপাশি দৃষ্টিশক্তি কমে আসে। স্বাভাবিকভাবে রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির তরফে দুপুরে চক্ষু সংগ্রহের পর থেকেই তা প্রতিস্থাপনের যোগ্য কি না তা নিয়ে সংশয় ছিল। আরআইও’র চিকিৎসকেরা জানাচ্ছেন, রেটিনা ক্ষতিগ্রস্ত হলেও দুই চোখের কর্নিয়াই প্রতিস্থাপন যোগ্য।

বৃহস্পতিবার রাতেই একজনের চোখে সেই কর্নিয়া প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার হয়। শুক্রবার সকালে আরেকজনের চোখে কর্নিয়া প্রতিস্থাপিত হবে। চিকিৎসক গৌতম ভাদুড়ি আরআইও’র অধিকর্তা থাকাকালীন চোখের চিকিৎসায় সরকারি উৎকর্ষ কেন্দ্রে চোখ দেখাতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সরকারি হাসপাতালেই প্রাক্তন মুখ্যমন্ত্রী যে চিকিৎসা করাতেন সেই প্রসঙ্গ টেনে আরআইও’র এক শীর্ষ কর্তা বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্নিয়ার সফল প্রতিস্থাপনে আমরা গর্বিত। উনি একসময় আমাদের এখানেই চিকিৎসা করাতেন। কর্নিয়াজনিত অসুখে ভোগা দুই রোগীর দৃষ্টিশক্তি ফেরার ব্যাপারে আমরা আশাবাদী।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)