Gold Robbery: ৩ কেজি সোনা নিয়ে স্কুটি চড়ে চম্পট, সিঁথির ডাকাতিতে গ্রেফতার ওয়ার্কশপেরই প্রাক্তন কর্মী

Sinthi robbery: নানা সূত্র ধরে ক্রমশ জাল গোটাচ্ছিল পুলিশ। খতিয়ে দেখা হচ্ছিল এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেজ। তাতেই তদন্তকারীদের হাতে এসে যায় নতুন সূত্র। এলাকার বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে সইদুলের উপস্থিতি জানতে পারেন গোয়েন্দারা।

Gold Robbery: ৩ কেজি সোনা নিয়ে স্কুটি চড়ে চম্পট, সিঁথির ডাকাতিতে গ্রেফতার ওয়ার্কশপেরই প্রাক্তন কর্মী
সিঁথির কেসে গ্রেফতার ১ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 13, 2025 | 10:54 PM

কলকাতা: সিঁথি সোনা লুঠে গ্রেফতার ওয়ার্কশপের এক প্রাক্তন কর্মী। ভিন রাজ্যে পালানোর আগেই হুগলির খানাকুল থেকে গ্রেফতার সইদুল মণ্ডল নামে ওই ব্যক্তি। গত ৩০ অক্টোবর সন্ধ‍্যায় সিঁথি থানা এলাকায় স্বর্ণকারের ওয়ার্কশপের সামনে থেকে অস্ত্র দেখিয়ে প্রায় ৩ কেজি সোনা ও স্কুটি নিয়ে চম্পট দিয়েছিলো দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্ত শুরু করে লালবাজারের গোয়েন্দা বিভাগ (ডাকাতি দমন শাখা)। 

নানা সূত্র ধরে ক্রমশ জাল গোটাচ্ছিল পুলিশ। খতিয়ে দেখা হচ্ছিল এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেজ। তাতেই তদন্তকারীদের হাতে এসে যায় নতুন সূত্র। এলাকার বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে সইদুলের উপস্থিতি জানতে পারেন গোয়েন্দারা। তদন্তকারীরা আরও জানতে পারেন, এই সইদুল একটা সময় ওই ওয়ার্কশপেই কাজ করতেন।

পুলিশ সূত্রে খবর, ঘটনার সন্ধ‍্যায় সইদুল ওই এলাকায় থেকে দুজন দুষ্কৃতীকে পরিচালনা করেছেন। তাঁর পুরো বায়োডাটা এসে যায় পুলিশের হাতে। তারপরই চলে খানাকুলের বাড়িতে অভিযান। এমনটাই খবর লালবাজার সূত্রে। 

সূত্রের খবর, ঘটনার দিন সন্ধ্যায় একটি তিন কেজি সোনার বাট নিয়ে ওয়ার্কশপে ঢুকছিলেন এক কর্মী। আর তখনই হানা দেয় দুষ্কৃতীরা। ওই কর্মীকে একেবারে গান পয়েন্টে রেখে সোনার বাট নিয়ে স্কুটারে চড়ে উধাও হয়ে যায় দুষ্কৃতীরা। কিন্তু কীভাবে ঠিক ওই সময়েই বাট আনা হবে সেই তথ্য কীভাবে পেল দুষ্কৃতীরা? আগাম পরিকল্পনা না রেইকি করে কাজ? সবটাই ভাবাচ্ছিল পুলিশকে। শুরু হয় পুরোদমে তদন্ত। অবশেষে সাফল্যের মুখ দেখল পুলিশ। জোরকদমে চলছে জেরা।