Covid19: রাজ্যে আরও ৪ কোভিড পজিটিভ, নতুন বছরে আবার নতুন করে বিপদ?

Sourav Dutta | Edited By: সায়নী জোয়ারদার

Dec 30, 2023 | 7:16 PM

Covid19: বেলেঘাটা আইডিতে ম্যালেরিয়ায় চিকিৎসাধীন পঞ্চাশোর্ধ্ব মহিলার নিউমোনিয়া ধরা পড়লে কোভিড টেস্ট করা হয়। কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তিনি কলকাতারই বাসিন্দা। অন্যদিকে বারাসতের বাসিন্দা বছর পঞ্চান্নর এক ব্যক্তি বারাসতের বেসরকারি হাসপাতালের বহির্বিভাগে জ্বর সর্দির উপসর্গ নিয়ে দেখাতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। টেস্টে কোভিড পজিটিভ ধরা পড়ে।

Covid19: রাজ্যে আরও ৪ কোভিড পজিটিভ, নতুন বছরে আবার নতুন করে বিপদ?
কোভিড বাড়ছে। ফাইল ছবি।
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বছর শেষে আর‌ও চার কোভিড পজিটিভ রাজ্যে। এরমধ্যে তিনজন মহিলা, একজন পুরুষ। তিনজন বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন, একজন ভর্তি এস‌এসকেএম হাসপাতালে। নতুন করে কোভিড আতঙ্ক বাড়াচ্ছে। করোনা ভাইরাসের নয়া প্রজাতি JN.1-ই এখন বিপদের আরেক নাম। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজাতি সংক্রামক হলেও গুরুতর নয়। তবু কোভিড নাম শুনলে যে এখনও বুকের ভিতর দুরু দুরু করে।

সল্টলেকের বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস করতে গিয়ে কোভিড ধরা পড়ে উল্টোডাঙার বাসিন্দা বছর পঞ্চাশের এক মহিলার। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। ভর্তি হন সেখানেই। অন্যদিকে বেলেঘাটা আইডিতে ম্যালেরিয়ায় চিকিৎসাধীন পঞ্চাশোর্ধ্ব মহিলার নিউমোনিয়া ধরা পড়লে কোভিড টেস্ট করা হয়। কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তিনি কলকাতারই বাসিন্দা।

অন্যদিকে বারাসতের বাসিন্দা বছর পঞ্চান্নর এক ব্যক্তি বারাসতের বেসরকারি হাসপাতালের বহির্বিভাগে জ্বর সর্দির উপসর্গ নিয়ে দেখাতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। টেস্টে কোভিড পজিটিভ ধরা পড়ে। এই ব্যক্তি নিউ জার্সি থেকে ১০ দিন আগে দেশে ফিরেছিলেন। জ্বর-সর্দি-কাশির উপসর্গ নিয়ে মধ্যবয়সী এক মহিলা এস‌এসকেএমে চিকিৎসাধীন অবস্থায় কোভিড পজিটিভ। তাঁরও বাড়ি কলকাতায়। প্রত্যেকের জিনোম সিকোয়েন্স করা হবে। এ পর্যন্ত এই মরসুমে কলকাতায় কোভিড পজিটিভ মোট ১৮ জন বলে সূত্রের খবর।

Next Article