Rain Forecast: চারদিন টানা বৃষ্টি! ভিজবে কোন কোন জেলা, কী অবস্থা হবে কলকাতার, জানিয়ে দিল হাওয়া অফিস

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Mar 19, 2025 | 1:30 PM

Rain Forecast: বুধবার বিকাল থেকেই মেঘলা হতে শুরু করবে কলকাতার আকাশ। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শনিবার পর্যন্ত ভিজতে পারে শহর। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

Rain Forecast: চারদিন টানা বৃষ্টি! ভিজবে কোন কোন জেলা, কী অবস্থা হবে কলকাতার, জানিয়ে দিল হাওয়া অফিস
কী বলছে আবহাওয়া দফতর
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: চারদিন টানা বৃষ্টি! এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকেই ভিজবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি সঙ্গে দমকাঝোড়ো হাওয়া এমনকি কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুধু বৃহস্পতিবার নয়, বুধবারই পশ্চিমের কিছু জেলাতে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে। 

বুধবার বিকাল থেকেই মেঘলা হতে শুরু করবে কলকাতার আকাশ। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শনিবার পর্যন্ত ভিজতে পারে শহর। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ২৭ থেকে ৮৯ শতাংশের মধ্যে। 

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে। পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সব জেলাতেই। কালবৈশাখীর সম্ভাবনা থাকছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতে। সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে। শিলাবৃষ্টিও হতে পারে বেশ কিছু জেলাতে। 

শনিবার বেশি বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সোমবার শুধু পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, শুক্রবার উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। বেশ কয়েকটি জেলার জন্য রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। 

Next Article