Fraud Case: কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার

Fraud Case: পুলিশ সূত্রে খবর, শেক্সপিয়ার সরণি থানা এলাকার এক বেসরকারি ব্যাঙ্কের মহিলা গ্রাহককে ওই ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার তারক ভৌমিক অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের পরামর্শ দেয়।

Fraud Case: কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 29, 2025 | 5:26 PM

কলকাতা: ১ কোটি টাকা প্রতারণার অভিযোগে শহরে গ্রেফতার বেসরকারি ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার। শেক্সপিয়র সরণি থানা এলাকার এক বেসরকারি ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার তারক ভৌমিকের বিরুদ্ধে এক কোটি টাকা প্রতারণার অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, শেক্সপিয়ার সরণি থানা এলাকার এক বেসরকারি ব্যাঙ্কের মহিলা গ্রাহককে ওই ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার তারক ভৌমিক অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের পরামর্শ দেয়।

মিউচুয়াল ফান্ডের পরিবর্তে রিলেশনশিপ ম্যানেজার গ্রাহকের ১ কোটি টাকা দফায় দফায় বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় বলেই অভিযোগ। প্রতারিত হওয়ার বিষয় বুঝতে পারার পরেই গ্রাহক শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে তদন্তভার নেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

বুধবার ঢাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে বেসরকারি ব্যাঙ্কের ওই রিলেশনশিপ ম্যানেজারকে গ্রেফতার করে গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, এই প্রতারণার পরেই পুরোনো চাকরি ছেড়ে অপর একটি বেসরকারি ব্যাঙ্কে কাজে যোগ দেয় অভিযুক্ত তারক ভৌমিক।