Jyotipriya Mallick: SSKM থেকে প্রেসিডেন্সি জেলে ফিরলেন বালু

Susovan Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Jan 13, 2024 | 9:58 PM

Jyotipriya Mallick: সূত্রের খবর, জেলে ফিরতেই আরও বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে বনমন্ত্রীর উপরে। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে মন্ত্রীর নিরাপত্তা রক্ষী। বাড়ছে সিসি ক্যামেরা। অর্থাৎ বালুর উপর নজরদারি বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে পয়লা বাইশ সেল ব্লকে।

Jyotipriya Mallick: SSKM থেকে প্রেসিডেন্সি জেলে ফিরলেন বালু
জ্যোতিপ্রিয় মল্লিক।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: এসএসকেএম থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফিরলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ বালুকে ফেরানো হয় জেলে। সূত্রের খবর, জেলে ফিরতেই আরও বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে বনমন্ত্রীর উপরে। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে মন্ত্রীর নিরাপত্তা রক্ষী। বাড়ছে সিসি ক্যামেরা। অর্থাৎ বালুর উপর নজরদারি বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে পয়লা বাইশ সেল ব্লকে। সূত্রের খবর, জেলের অন্দরে মন্ত্রীর গতিবিধিতে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে কারা দফতর। তার সঙ্গে সাযুজ্য রেখেই এই সব বন্দোবস্ত।

রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে বালুর বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর থেকে দফায় দফায় অসুস্থ হয়েছেন বনমন্ত্রী। প্রথম যেদিন ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত, সেদিনই কোর্টরুমে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বালু। এরপর প্রথমে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসা, তারপর এসএসকেএম। গত নভেম্বরের শেষের দিকে জেলে অসুস্থ হয়ে পড়েন। এরপরই এসএসকেএমে ঠাঁই।

প্রায় ৭ সপ্তাহ সেখানে ভর্তি ছিলেন বালু। এ নিয়ে বিরোধীরা একের পর এক অভিযোগ তুলেছে। আদালতে পর্যন্ত এসএসকেএমের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। হাসপাতালের জানলা থেকে দেখা গিয়েছে, খিলখিলিয়ে বালু হাসছে। অথচ জেলে যাওয়ার সময় হলেই দেখা গিয়েছে তাঁর অসুস্থতা বাড়ছে। অবশেষে আজ শনিবার সিআরপিএফ পাহারায় জেলে ফিরলেন বালু। এসএসকেএম সূত্রে খবর, তাঁর আর হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই।

Next Article