Winter in Bengal: মঙ্গলের রাত থেকেই বড়সড় পরিবর্তন, ২ ডিগ্রিতে নামছে তাপমাত্রা! বরফ পড়বে এই ৫ জায়গায়
West Bengal Weather: উত্তরবঙ্গে থাকছে ঘন কুয়াশার দাপট। রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাসও থাকছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।

কলকাতা: ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার জোগানে কোপ। ১২ পর দিন পর ১৫ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার এই তাপমাত্রা স্বাভাবিকের এক ডিগ্রি বেশি। জাঁকিয়ে ঠান্ডা উধাও পশ্চিমাঞ্চলেও। তবে ঝঞ্ঝা সরলে মঙ্গলবার থেকেই ঠান্ডা বাড়বে। ফের ২-৩ ডিগ্রি সেলসিয়াস পারদপতনের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। জমিয়ে শীতের ইঙ্গিত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। মঙ্গলবার থেকে রাত থেকেই ছবি বেশি করে বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তারপরই দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে।
ঘন কুয়াশার জেরে সর্বত্রই রয়েছে স্যাঁতসেঁতে শীতের আমেজ। বেলা বাড়লেও রোদের দেখা নেই। রাতে ঠান্ডা কমলেও দিনে আর্দ্র শীতের অনুভূতি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকার সম্ভাবনা। আগামী ২ দিন রাজ্যজুড়েই কুয়াশার দাপট থাকবে। ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। তাই কুয়াশার নেপথ্যে কাজ করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯৮ শতাংশের মধ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ সহ-সংলগ্ন এলাকায়।
দক্ষিণবঙ্গে পারদ ঊর্ধ্বমুখী হওয়ায় তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। দু’দিন একই রকম থাকবে আবহাওয়া। কলকাতায় ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে পারদ। পশ্চিমের জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।
অন্যদিকে উত্তরবঙ্গে থাকছে ঘন কুয়াশার দাপট। রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাসও থাকছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন, চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে। আপাতত কয়েকদিন দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকার পাশাপাশি উপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
