Indian Navy: বাংলাদেশের হুঙ্কার, চিন-পাকিস্তানের চ্যালেঞ্জের মাঝে নৌবাহিনীর হাতে বিরাট ‘অস্ত্র’, কলকাতাতেই সফল পরীক্ষা
Indian Navy: একটি রণতরীর নাম 'হিমগিরি' (ইয়ার্ড ৩০২২)। এটি একটি অত্যাধুনিক ফ্রিজেট। নৌবাহিনীর প্রজেক্ট ১৭এ-র অধীনে যে তিনটি রণতরী তৈরি হওয়ার কথা, তার মধ্যে এটিই প্রথম।

কলকাতা: ভারতীয় নৌসেনা ও কোস্ট গার্ডের হাতে উচ্চমানের রণতরী তুলে দিতে চলেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স। সম্পন্ন হল ট্রায়াল। একেবারে প্রস্তুত সেই দুই রণতরী। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তরফ থেকে জানানো হয়েছে, গত ৩ মার্চ সি ট্রায়াল সফলভাবে হয়েছে। নৌবহিনীর জন্যই এই দুই রণতরী তৈরি করা হয়েছে।
জানা গিয়েছে একটি রণতরীর নাম ‘হিমগিরি’ (ইয়ার্ড ৩০২২)। এটি একটি অত্যাধুনিক ফ্রিজেট। নৌবাহিনীর প্রজেক্ট ১৭এ-র অধীনে যে তিনটি রণতরী তৈরি হওয়ার কথা, তার মধ্যে এটিই প্রথম। আর দ্বিতীয়টির নাম ‘আন্দ্রোথ’ (ইয়ার্ড ৩০৩৫)। গার্ডেনরিচে মোট আটটি অ্যান্টি সাবমেরিন ওয়াটারক্রাফট তৈরি হচ্ছে, তার মধ্যে ‘আন্দ্রোথ’ হল দ্বিতীয়।
সি ট্রায়াল বা সিএসটি হল কোনও যুদ্ধজাহাজ বা রণতরী তৈরির একেবারে শেষ ধাপ। এই ক্ষেত্রে দেখে নেওয়া হয় যে জাহাজ জলে তথা সমুদ্রে নামলে সামাল দিতে পারছে কি না। এই সময় রণতরীর গতি, পারফরম্য়ান্স, জাহাজের মধ্যে থাকা যন্ত্রাংশের ক্ষমতা, সবটাই পরীক্ষা করে দেখা হয়। এই সময় গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন নৌবাহিনীর উচ্চপদস্থ কর্তারাও।
এই দুই রণতরী কবে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে, তা স্পষ্ট নয়। তবে সম্প্রতি আইএনএস আর্নালা (ইয়ার্ড ৩০২৯)-এরও ট্রায়াল সম্পন্ন হয়েছে। সেটি কিছুদিনের মধ্যেই নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।





