
সকাল থেকে খিটখিট করছে পূরবী। তার মেজাজটা আজ ভাল নয়। কেমন যেন চিন্তিত মনে হচ্ছে। নিখিলেশ জিজ্ঞাসা করল, তোমার কিছু হয়েছে? স্বামীর দিকে ফিরে তাকাল পূরবী। কিছু একটা বলতে চাইল। তারপর কী ভেবে বলল, ও কিছু না। তুমি অফিস যাও। কথা বাড়াল না নিখিলেশ। শুধু দেখল, মায়ের মতো তার নয় বছরের কন্যাও আজ কেমন যেন গুম মেরে রয়েছে। তার চোখেমুখে কেমন যেন আতঙ্ক। একটা ভয়। মেয়েকে জিজ্ঞাসা করল, কী রে তুলি, তোর কী হল? মেয়ে কিছু বলল না। শুধু মায়ের কোলে ঘেঁষে মাকে জড়িয়ে ধরল। মা-মেয়েকে কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল নিখিলেশ। সাবধানে থেকো বলে অফিস চলে গেল। নিখিলেশ অফিস চলে যাওয়ার পর মা-মেয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল। মেয়েকে বুকের কাছে টেনে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিল পূরবী। তারপর কী ভেবে বলল, তুই ওই রুমে গিয়ে...