Kolkata: জঙ্গলমহলের ছায়া এবার কলকাতায়, ৫০ লক্ষ টাকা ‘তোলা’ দিতে বড়বাজারের স্বর্ণব্যবসায়ীকে ‘মাওবাদীদের’ চিঠি

Kolkata: টাকা কার কাছে পৌঁছে দিতে হবে, সেকথাও জানানো হয়েছে চিঠিতে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার গুপীকান্ত বন্দ্যোপাধ্যায় ওরফে মকুল নামে একজনের কাছে টাকা পৌঁছে দিতে বলা হয়। টাকা না দিলে তাঁরা ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে।

Kolkata: জঙ্গলমহলের ছায়া এবার কলকাতায়, ৫০ লক্ষ টাকা তোলা দিতে বড়বাজারের স্বর্ণব্যবসায়ীকে মাওবাদীদের চিঠি
কী বলা হয়েছে চিঠিতে?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 07, 2025 | 1:06 PM

কলকাতা: জঙ্গলমহল নয়। এবার খাস কলকাতায় মাওবাদী সংগঠনের নাম করে এক সোনার দোকানের মালিকের কাছ থেকে ৫০ লক্ষ টাকা চেয়ে চিঠি। প্রেরক চিঠিতে নিজের নামও জানিয়েছেন। কাকে ওই ৫০ লক্ষ টাকা দিতে হবে, চিঠিতে তার নাম ও ঠিকানাও জানানো হয়েছে। চিঠি পেয়ে বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই স্বর্ণব্যবসায়ী। চিঠিটি আদৌ মাওবাদীদের তরফে পাঠানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ওল্ড চিনা বাজার স্ট্রিটের ওই সোনার দোকানের মালিককে কয়েকদিন আগে চিঠিটি পাঠানো হয়েছে। সমীর মণ্ডল নামে একজন চিঠিটি লিখেছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, মাওবাদী তহবিলের শক্তিবৃদ্ধির জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সেজন্য ওই সোনার দোকানের মালিককে মাওবাদী তহবিলে ৫০ লক্ষ টাকা দান করার কথা বলা হয়।

টাকা কার কাছে পৌঁছে দিতে হবে, সেকথাও জানানো হয়েছে চিঠিতে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার গুপীকান্ত বন্দ্যোপাধ্যায় ওরফে মকুল নামে একজনের কাছে টাকা পৌঁছে দিতে বলা হয়। টাকা না দিলে তাঁরা ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে। একইসঙ্গে সোনার দোকানের মালিককে হুঁশিয়ারি দিয়ে চিঠিতে বলা হয়, পুলিশের কাছে গেলেও কিছু হবে না। পুলিশ তাঁদের কিছু করতে পারবে না। পুলিশের কোনও সাহস নেই।

চিঠিটি পাওয়ার পর বড়বাজার থানায় অভিযোগ জানান ওই সোনার দোকানের মালিক। তবে চিঠিটি আদৌ মাওবাদী সংগঠনের তরফে লেখা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। লেখা দেখে চিঠিটি আদৌ মাওবাদীদের কি না, তা নিয়ে পুলিশ ধন্দে রয়েছে।