কলকাতা: “কুড়মি সমাজের মানুষের কাছে যান। তাঁদের বোঝান, রাজ্য সরকার তাদের তরফে সব চেষ্টা করছে৷ জনপ্রতিনিধিদের এই কাজটুকু করতে হবে৷” পুরুলিয়ার দলীয় বৈঠকে দলের নেতাদের এই বার্তাই দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। একইসঙ্গে একহাত নিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। কুড়মিদের নিয়ে তাঁর করা মন্তব্য নিয়ে তীব্র আক্রমণও শানালেন। দলীয় নেতাদের উদ্দেশে সাফ বললেন, “দিলীপ ঘোষ কুড়মিদের উদ্দেশ্য অসম্মানজনক কথা বলে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আপনারা সেটা গিয়েই বোঝান।”
প্রসঙ্গত, সম্প্রতি দিলীপ ঘোষকে জানাতে দেখা যায় তিনি কুড়মিদের বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন। তাঁদের আন্দোলনের সময় চাল ডাল দিয়েছেন। বলেন, “বিজেপি কারও সঙ্গে ঝগড়া করতে যায় না। আমার এলাকায় যাঁরা বসেছিলেন তাঁদের আমি সহযোগিতা করেছি। রোদ্দুরে গরমে তাঁরা কষ্টে ছিলেন বলে আমি সেখানে লোক পাঠিয়েছি, তাঁদের সঙ্গে কথা বলেছি। আমি কিছু বলতে যাইনি, তাঁরা যখন আমার রাস্তা আটকেছেন তখন প্রশ্ন করেছি কী করেছেন তাঁরা। আর চাইলে আমি সংবাদমাধ্যমের সামনে নাম নিয়ে বলব কে নেতা, কী করেছে।”
তাঁর এ মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক। দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করতে শুরু করে কুড়মি সমাজ। ঘাগর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো স্পষ্ট জানান, দিলীপকে প্রকাশ্যে জানাতে হবে, তিনি কাকে সহযোগিতা করেছেন। বিতর্কের আবহেই ফের দিলীপ বলেন, “বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেব আমি। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে।” তাতেই আরও বাড়ে বিতর্কে। ক্ষোভে ফেটে পড়েন কুড়মি সমাজের মানুষেরা। তবে শুধু বিজেপি নেতারাই নয়, কুড়মি নেতাদের খালিস্থানি নেতা বলে দাগিয়ে দিয়ে বিতর্ত বাড়িছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি। যদিও তার মন্তব্যের জন্য পরে তিনি ক্ষমাও চেয়ে নেন। প্রসঙ্গত, এসটি তালিকাভুক্তির ক্ষেত্রে সিআরআই রিপোর্টের ওপর রাজ্যের তরফে জাস্টিফিকেশন পাঠাতে হবে কেন্দ্রের কাছে, এই দাবিকে সামনে রেখে একটানা আন্দোলন জারি রেখেছেন কুড়মি জনজাতির মানুষরা।