
কলকাতা: বর্ষা নিয়ে সুখবর শোনাল মৌসম ভবন। এ বার বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস। মৌসম ভবন বলছে, দেশে বর্ষায় স্বাভাবিকের চেয়ে ৫ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে। বাংলাতেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির ইঙ্গিত। বর্ষা ভাল হলে ধানের উত্পাদন বেশি হওয়ার আশা চাষিদের। এদিনও বাংলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলিতে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অন্যদিকে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। এমনটাই বলছেন আবহাওয়া দফতর।
মঙ্গলবারে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি কলকাতা-সহ সব জেলাতেই। তবে বুধবার ঝড়-বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ঝড়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। তবে বৃহস্পতিবার থেকে ফের বদলে যাবে ছবিটা।
আবহাওয়া দফতর বলছে, বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে হলেও ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। অন্যদিকে এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯১ শতাংশের মধ্যে।