
কলকাতা: হৃদরোগে আক্রান্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আচমকা বুকে যন্ত্রণা শুরু হওয়ায় তড়িঘড়ি তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর। তবে পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তরিত করা হতে পারে বলে সূত্রের খবর। সোমবার কমান্ড হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে রাজ্যপালকে দেখতে যান এসএসকেএম-এর বিশেষজ্ঞ চিকিৎসক।
বর্তমানে রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে, তাঁর আর্টারি বা ধমনীতে ব্লকেজ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। এদিন সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে এসএসকেএম-এর বিশেষজ্ঞ চিকিৎসক যান রাজ্যপালকে দেখতে। সূত্রের খবর, অ্যাঞ্জিওপ্লাস্টিতে কাজ হবে না, ওপেন হার্ট সার্জারি করতে হবে।
জানা গিয়েছে, বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসককে দিয়ে অপারেশন করাতে চান রাজ্যপাল। ইতিমধ্যেই সেই হাসপাতাল থেকেও টিম পৌঁছেছে কমান্ড হাসপাতালে। চিকিৎসক সুশান মুখোপাধ্যায়ের নেতৃত্বে গিয়েছে ওই টিম। পরবর্তী চিকিৎসা কীভাবে হবে, তা নিয়ে আলোচনা হবে।
জানা গিয়েছে, আপাতত চিকিৎসকরা রাজ্যপালের সব রিপোর্ট খতিয়ে দেখছেন। তাঁকে ওই বেসরকারি হাসপাতালে কবে স্থানান্তরিত করা হবে, সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ স্থানান্তরিত করা সম্ভব হবে না বলেই জানা গিয়েছে।
সদ্য মুর্শিদাবাদ ও মালদহ সফর সেরে ফিরেছেন রাজ্যপাল। মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেছেন তিনি।