Jagdeep Dhankhar: উত্তর দেননি স্পিকার! প্রয়োজনের রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা বললেন ধনখড়
Jagdeep Dhankhar: হাওড়া পুরসভা সংশোধনী বিল নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের রাজ্যপালের সঙ্গে দ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে।

কলকাতা : এক দিকে বিএসএফ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল। আর হাওড়া পুরসভা সংশোধনী বিল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের একবার সরব হলেন তিনি। এই ইস্যুতে রাজ্যপালের সঙ্গে স্পিকারের দ্বন্দ্ব চলছিল আগে থেকেই। এই বিল আইনে পরিণত হতে দেরি হওয়ার জন্য স্পিকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর দাবি, কোনও প্রশ্নের উত্তর দেননি অধ্যক্ষ। তাই বিলে সই করছেন না। প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে যাবেন বলেও জানান রাজ্যপাল।
গত ২৪ নভেম্বর এই বিল সংক্রান্ত কিছু প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। জগদীপ ধনখড়ের অভিযোগ, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কোনও তথ্যই রাজভবনে পাঠাননি তিনি।
রাজ্যপাল আরও জানান, বিল নিয়ে কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন তিনি। কিন্তু, উত্তর না দিয়ে বিরোধিতা করা হয়েছে। স্পিকারের এই ধরনের আচরণ দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন রাজ্যপাল। তাঁর কথায়, এ ভাবে স্পিকার তাঁর পদের অমর্যাদা করেছেন। রাজ্যপাল জানান, এরপর বিলটিকে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবেন। এ নিয়ে রাষ্ট্রপতি যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। কারণ, তাঁর মনে হয় বিলটি রাজ্যের এক্তিয়ারের বাইরে।
এর জবাবে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যপাল বিধানসভার কাছে যা চেয়েছেন সেই সব তথ্য পাঠিয়েছি। আর তাঁর এক্তিয়ারের বাইরে গিয়ে তিনি যা চেয়েছেন তা পাঠাইনি। আমরা সংবিধানের মধ্যে থেকেই কাজ করছি। আশা করব, উনিও সংবিধানের কথা মনে রাখবেন।”
এ দিকে, বিএসএফ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল জাগদীপ ধনখড়। এবার ফের সেই ইস্যুতেই বার্তা দিয়েছেন রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তে বিএসএফের এক্তিয়ার বাড়িয়ে ৫০ কিলোমিটার করার কথা বলা হয়েছে। তারপরও কেন মমতা সেটা মানতে চাইছেন না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ধনখড়।
আজ এক অনুষ্ঠানে গিয়ে জাগদীপ ধনখড় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘কেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করছেন?’ তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী বিএসএফের এক্তিয়ার ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে। একজন মুখ্যমন্ত্রী হয়ে কেন স্বরাষ্ট্র মন্ত্রকের সেই নির্দেশ মানছেন না তিনি? তা নিয়ে প্রশ্ন তুলেছেন ধনখড়। রাজ্যপাল বলেন, ‘মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় সংবিধান ও আইন মেনে চলার কথা বলা হয়। কিন্তু, এ ক্ষেত্রে কেন আইন মানছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?’ ইচ্ছাকৃত অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন বলে দাবি করেছেন রাজ্যপাল। তাঁর মতে মমতার উচিৎ আইন মেনে এমন পরিবেশ তৈরি করা যাতে, রাজ্যের প্রশাসনের সঙ্গে বিএসএফের সুসম্পর্ক বজায় থাকে।
আরও পড়ুন : Mamata-Adani-Mahua: ভরা বৈঠকে ধমক কেন? আদানির বিরুদ্ধে সরব হয়েই কি মমতার স্নেহ-বৃত্তের বাইরে মহুয়া?
