কলকাতা: ভোট মিটতেই দফায় দফায় রাজনৈতিক অশান্তি শুরু হয়েছে রাজ্য জুড়ে। একাধিক জেলায় বিজেপি কর্মী সমর্থকের মারধর, বিজেপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। বিজেপির দাবি, ভোটে জিতেই প্রতিহিংসার রাজনীতি শুরু করছে তৃণমূল। অভিযোগ পৌঁছেছে রাজ্যভবনেও। তারপরই শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
রাজ্যপাল জগদীপ ধনখড় এ দিন টুইটে লেখেন, “মানুষের রায় মাথা পেতে স্বীকার করাই গণতন্ত্রের আসল মূল্যবোধ। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। কোভিড গাইডলাইন মেনে চলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে স্বাগত জানাই। আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন এবং রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সঙ্গে কথা বলেছি।” বিভিন্ন হিংসার ঘটনা নিয়ে মমতাকে সব তথ্যও ব্যাখ্যা করেছেন বলে জানান ধনখড়।
Democracy is all about respecting mandate of the people.
Violence has no place in democracy. Appreciate stance @MamataOfficial to observe Covid guidelines and peace.
Call upon state apparatus @HomeBengal @WBPolice @KolkataPolice to take all steps to ensure peace and order.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 2, 2021
Congratulated @MamataOfficial party win in West Bengal assembly elections.
Tomorrow at 7 PM Hon’ble CM will be calling on me at Raj Bhawan.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 2, 2021
টুইটে রাজ্যপাল জানিয়েছেন, মমতা তাঁকে আশ্বস্ত করেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন জয়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন বলে টুইটে লেখেন রাজ্যপাল। সরকার গঠনের প্রস্তুতি শুরু করতে আগামিকাল সন্ধ্যা ৭ টায় তৃণমূল সুপ্রিমো রাজভবনে উপস্থিত হবে বলেও জানান রাজ্যপাল।