কলকাতা: চাকরির দাবিতে পথে নেমেছেন Group-D এর চাকরিপ্রার্থীরা। অরাজনৈতিক আন্দোলনে হাঁটতে দেখা গিয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে। এদিকে এই মিছিলে আবার বহু চাকরি প্রার্থীর হাতে দেখা যায় I.N.D.I.A লেখা পোস্টার। লক্ষ্য বিরোধীদের ইন্ডিয়া জোট। সেই মিছিলেই শুভেন্দুর উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক। যদিও আন্দোলকারীদের দাবি, আমরা ইন্ডিয়া জোটের শরিকদের কাছে আমাদের কথা পৌঁছাতে চাইছি। আমারা তাঁদের বার্তা দিতে চাইছি। মানবিক মুখ্যমন্ত্রী তো। চাই তিনি আমাদের কষ্টের কথা শুনুন।
যদিও ইন্ডিয়া পোস্টার নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পরিচয় মানুষ জানেন। তাঁর পতাকার সঙ্গেও মানুষ পরিচিত। তিনি হেঁটেছেন। বিরোধী দলনেতা হাঁটছেন একটা অরাজনৈতিক মিছিলে। সেখানে কোথায় কে ফুটকি জোটের পোস্টার নিয়ে দাঁড়িয়েছিল সেটা আমাদের জানা নেই।” অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, বাংলা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার। I.N.D.I.A লেখা পোস্টারের বদলে তা নিয়ে সরব হওয়া দরকার ছিল।
প্রসঙ্গত, ইন্ডিয়া জোট নিয়ে রোজই চাঁচাছোলা ভাষায় কটাক্ষবাণ শানিয়ে যাচ্ছেন পদ্ম শিবিরের নেতারা। এমনকী এই জোটে তৃণমূলের সঙ্গে থাকা নিয়ে সুর চড়িয়েছেন কৌস্তভ। সেই কৌস্তভ শুভেন্দুর সঙ্গে মিছিলে হাঁটায় তাঁর দল ছাড়া নিয়ে জল্পনা বেড়েছে। এদিকে এদিনই আবার চাকরি প্রার্থীদের নবান্ন অভিযানের ডাক দেওয়ার পরামর্শ দিয়েছেন।
বলেছেন, “আমি বলব এদের দেখে এক লক্ষ লোক চলুন নবান্নে। ডাক দিন সবাইকে। আমি কথা দিলাম আমি থাকব ওদের সঙ্গে। এত লোক আসুক যাতে পুলিশের গুলি ফুরিয়ে যাক। পুলিশের টিয়ার গ্যাস ফুরিয়ে যাক। বাঁচার একটা রাস্তা। সবাই মিলে নবান্ন চলুন। যে সংগঠনগুলি মিটিং করছেন, সবাই একজোট হন। জোট বাঁধুন, তৈরি হন। ডাক দিন কবে কখন করবেন। আমি সবার প্রথমে থাকব। কথা দিচ্ছি।” যদিও শাসক শিবিরের তরফে শোভনদেব চট্টোপাধ্যায় পাল্টা তোপ দেগে বলেন, “ওরকম অভিযান অনেক হয়েছে। আমরা দেখেছি। তাতে কিছু এসে যায় না।”