Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেপে বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া! ৫ জেলায় কমলা সতর্কতা

souvik majumder | Edited By: Soumya Saha

Mar 17, 2023 | 3:26 PM

Weather Update: সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন ঝড়-বৃষ্টির সময়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন এবং বজ্রপাতের সময়ে কাউকে বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেপে বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া! ৫ জেলায় কমলা সতর্কতা
ছবি: টুইটার

Follow Us

কলকাতা: বৃহস্পতিবার রাতে মরশুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী থেকেছে কলকাতা। মুশলধারে বৃষ্টি হয়েছে (Weather Update) কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়। দুর্যোগ থেকে এখনই নিস্তার মিলছে না। শুক্রবার বিকেলেও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেপে বৃষ্টি আসছে কয়েক ঘণ্টার মধ্যেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে এই জেলাগুলির বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়াও বইবে। বিকেলের দিকে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়া হাওয়া বইবে এই জেলাগুলি দিয়ে। আবহাওয়া দফতরের তরফে এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন ঝড়-বৃষ্টির সময়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন এবং বজ্রপাতের সময়ে কাউকে বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গত পরশু থেকেই উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তারপর বৃহস্পতিবারও সন্ধে থেকেই হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়। রাত আরও বাড়তেই বৃষ্টি নামে কলকাতাতেও। ঝেপে বৃষ্টি হয়েছে গতকাল। সঙ্গে মরশুমের প্রথম কালবৈশাখীও হয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে গরমে যে নাজেহাল অবস্থা হচ্ছিল শহরবাসীর, তার থেকে রেহাই মিলেছে। কিন্তু প্রশাসনের চিন্তাও বেড়েছে একইসঙ্গে। রাজ্যে এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। তারই মধ্যে এমন ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় জরুরিভিত্তিতে আগেভাগেই বিদ্যুৎ দফতরের সব কর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, কলকাতা ও শহরতলিতে বিগত কয়েকদিন ধরেই আকাশ কিছুটা মেঘলা ছিল। গুমোট ভাব ছিল একটা। কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি। গতরাতের বৃষ্টিতে সেই গুমোট ভাবের থেকে কিছুটা নিস্তার পেয়েছেন শহরবাসী। আজও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Next Article