
কলকাতা: হরিদেবপুর গণধর্ষণের ঘটনায় চার দিনের মাথায় প্রথম গ্রেফতার। বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার অভিযুক্ত। ধৃত নির্যাতিতার পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে। চার দিন আগে রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ফ্ল্যাটে তরুণীকে নিয়ে যান এই অভিযুক্ত। এখনও অধরা এই ঘটনায় আরও এক অভিযুক্ত। তার খোঁজেও তল্লাশি জারি করেছে পুলিশ।
পুলিশ অধরা অভিযুক্তের মোবাইল ট্র্যাক করার চেষ্টা করছিল। কিন্তু অভিযুক্তের ফোন সুইচ অফ। তবে ধৃতের কাছ থেকে আরেক অভিযুক্তের খোঁজ মিলতে পারে বলে মনে করছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে রিজেন্ট পার্কের ওই ফ্ল্যাটে গিয়েছিলেন তরুণী। নির্যাতিতার দাবি, তাঁকে একজন বুঝিয়ে অন্য আরেক যুবকের ফ্ল্যাটে নিয়ে যান। সেখানেই পার্টি হচ্ছে বলে তাঁকে জানানো হয়। অভিযোগ, রিজেন্ট পার্কের ওই ফ্ল্যাটেই তাঁকে দু’জন গণধর্ষণ করেন। ধর্ষণের পর দীর্ঘক্ষণ নির্যাতনও চালানো হয় বলে অভিযোগ। অবশেষে দীর্ঘ সময় পর কোনওমতে ওই বাড়ি ছাড়তে সক্ষম হন তরুণী। পরিবারের সদস্যদের সবটা জানিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন।
অভিযুক্তদের মধ্যে একজন সরকারি কর্মী বলেও জানা গিয়েছে। ঘটনার পর দু’জন আলাদা আলাদাভাবে গা ঢাকা দেন। কলকাতা ছেড়ে বর্ধমানে গা ঢাকা দিয়েছিলেন ধৃত। পুলিশ অভিযুক্তদের ছবি একাধিক থানায় পাঠিয়ে দিয়েছিল। বর্ধমান স্টেশনে এক অভিযুক্তকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। পরে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়।