Winter Update: মাঘের শুরুতেই কি শীতের বিদায় ঘণ্টা বেজে গেল? কী বলছে আবহাওয়া দফতর?

Winter in West Bengal: আগামী কয়েকদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। রোজই সকালের দিকে আংশিক কুয়াশার দেখা মিলবে।

Winter Update: মাঘের শুরুতেই কি শীতের বিদায় ঘণ্টা বেজে গেল? কী বলছে আবহাওয়া দফতর?
শীত বলল 'টাটা'?Image Credit source: PTI

| Edited By: জয়দীপ দাস

Jan 21, 2026 | 2:43 PM

আলিপুর: মাঘের শুরুতেই কি শীত চলে গেল? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত তেমনই বলছে। আগের পূর্বাভাস সত্যি করে রাজ্যে তাপমাত্রার পারদ এখন ঊর্ধ্বমুখী। পরপর পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার জোগান বাধাপ্রাপ্ত হওয়ায় বঙ্গে শীতের আমেজ কিছুটা ফিকে হতে শুরু করেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পাঞ্জাব ও উত্তর-পশ্চিম ভারতে পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। বুধবার নতুন করে আরও একটি ঝঞ্ঝা ঢুকেছে। এর ফলেই রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার পথ বন্ধ হয়েছে। ফলে দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই উপরের দিকে উঠছে। বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও চড়বে পারদ। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। 

আগামী কয়েকদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। রোজই সকালের দিকে আংশিক কুয়াশার দেখা মিলবে। বেলা বাড়লে আকাশ ক্রমশ পরিষ্কার হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না। আগামী সাত দিন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। 

বিগত কয়েক সপ্তাহে উত্তরবঙ্গ দেখেছে হাড়কাঁপানো ঠান্ডা। সেই ঠান্ডা আর থাকছে না। তবে শীতের আমেজ বজায় থাকছে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে তারপরেও যে ফের জাঁকিয়ে শীত পড়বে এমনটা জোর দিয়ে কেউই বলতে পারছেন না।