ডাক্তাররা কি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন! ‘শর্ত’ জানাল স্বাস্থ্য ভবন

Sourav Dutta | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 07, 2025 | 7:42 AM

Doctors: আরজি কর কাণ্ডের পর দীর্ঘদিন ধরে রাস্তায় নেমে আন্দোলন চালিয়েছেন রাজ্যের চিকিৎসকরা। সম্প্রতি হাসপাতালগুলির জন্য নতুন বিধি তৈরি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। শুধু তাই নয়, চিকিৎসকদের কতক্ষণ কাজ করতে হবে, সেই সময়ও বেঁধে দেওয়া হয়েছে।

ডাক্তাররা কি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন! শর্ত জানাল স্বাস্থ্য ভবন
প্রতীকী ছবি
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: সরকারি হাসপাতালে কাজ করা চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে আগেই বিধি নিষেধ ছিল। এবার নতুন করে নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। সোমবার এই নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে শর্ত। কোন চিকিৎসকরা প্র্যাকটিস করতে পারবেন, কোথায় রোগী দেখা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। ‘নো অবজেকশন’ নেওয়ার কথাও বলা হয়েছে।

মূলত সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্যই এই নয়া নির্দেশিকা স্বাস্থ্য ভবনের। এবার থেকে প্রাইভেট প্র্যাকটিসের জন্য অর্থাৎ হাসপাতালের বাইরে চেম্বারে রোগী দেখার জন্য এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) নেওয়া বাধ্যতামূলক। একই সঙ্গে জানানো হয়েছে, নন প্র্যাক্টিসিং অ্যালাউন্স বা এনপিএ গ্রহণ করলে মিলবে না ওই এন‌ওসি। অর্থাৎ যাঁরা এনপিএ নেবেন, তাঁরা হাসপাতালের বাইরে রোগী দেখতে পারবেন না।

স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বা স্বাস্থ্য অধিকর্তার কাছে থেকে অনুমতি নিতে হবে। তারপরই মিলবে প্রাইভেট প্র্যাক্টিসে ছাড়পত্র। তবে পোস্টিং অর্থাৎ কর্মস্থলের ২০ কিলোমিটারের বাইরে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। সরকারি জায়গা বা কোয়ার্টারেও প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে।

সম্প্রতি এক পৃথক নির্দেশিকায় সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসকদের সপ্তাহে ছ’দিন উপস্থিতিও একপ্রকার বাধ্যতামূলক করা হয়েছে। রাতে হাসপাতালে যাতে কোনও সিনিয়র ফ্যাকাল্টি উপস্থিত থাকেন, তেমনটাই নির্দেশ রাজ্যের। আরও বলা হয়েছে যে, সিনিয়র চিকিৎসকদের দুপুর ২ টো পর্যন্ত ওপিডি’তে থাকতেই হবে। সকাল ৯টা থেকে বিকেল চারটের মধ্যে প্রাইভেট প্র্যাক্টিস করা যাবে না। কর্তব্যে গাফিলতি প্রমাণ হলে কঠোর পদক্ষেপ করা হবে বলে সতর্ক করেছে স্বাস্থ্য ভবন।

Next Article