AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ্যের আবেদনে সায়, স্টাফ স্পেশাল ট্রেনে এবার যাতায়াত করতে পারবেন স্বাস্থ্যকর্মীরা

Bengal COVID-19: সপ্তাহ দেড়েক আগেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে আপাতত ১৪ দিনের জন্য বাংলায় সমস্ত ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

রাজ্যের আবেদনে সায়, স্টাফ স্পেশাল ট্রেনে এবার যাতায়াত করতে পারবেন স্বাস্থ্যকর্মীরা
প্রতীকী চিত্র।
| Updated on: May 13, 2021 | 5:05 PM
Share

কলকাতা: স্টাফ স্পেশাল ট্রেনে (Staff Special Train) স্বাস্থ্যকর্মীদের সফরে ছাড়। রাজ্যের আবেদন মানল রেল। রেলের তরফে জানানো হয়েছে, এবার থেকে সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মীরা এই বিশেষ ট্রেনে উঠতে পারবেন। স্বাস্থ্যকর্মীদের সুবিধার কথা মাথায় রেখে সম্প্রতি রাজ্য সরকার পূর্ব রেল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছিল। সেখানে বলা হয়েছিল, লোকাল ট্রেনে স্বাস্থ্যকর্মীরা যাতে যাতায়াত করতে পারেন, সেই অনুমতি দেওয়া হোক। রাজ্যের আবেদনে মান্যতা দিল কর্তৃপক্ষ।

তবে এ ক্ষেত্রে বিশেষ কিছু শর্তও দিয়েছে রেল। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এর জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে হবে। ওই নোডাল অফিসারের কাজ হবে বিশেষ ধরনের পাস ইস্যু করা। লোকাল ট্রেনে যাতায়াতের সময় ওই পাস ব্যবহার করতে হবে যাত্রীকে। একইসঙ্গে ট্রেনে যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে। বিভিন্ন স্টেশনে কাউন্টার খোলা রয়েছে। সেখান থেকে টিকিট কাটতে হবে স্বাস্থ্যকর্মীদের। মাসিক কন্সেশন টিকিট পাবেন স্বাস্থ্যকর্মীরা।

আরও পড়ুন: কোভিশিল্ডের দুই ডোজ় দেওয়ার নিয়মে এল বড় বদল, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

রাজ্যের করোনা পরিস্থিতি এই মুহূর্তে ভয়ঙ্কর। পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্যের তরফে। সপ্তাহ দেড়েক আগেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে আপাতত ১৪ দিনের জন্য বাংলায় সমস্ত ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। পরবর্তী বিজ্ঞপ্তি না জারি হওয়া পর্যন্ত এই নির্দেশই বলবৎ থাকবে। তবে রেলের কর্মীদের যে বিশেষ ট্রেন তা চলছে। রাজ্যের আবেদন ছিল, এই বিশেষ ট্রেনে রাজ্যের স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের অনুমতি দিক রেল। পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করবেন তাঁরা। হাওড়া ও শিয়ালদহের ডিআরএমকে চিঠি দেওয়া হয়েছিল। সেই আবেদনেই সায় মিলল।