BJP Agitation: জ্যোতির্ময়ের সঙ্গে তুমুল বচসা পুলিশের, OBC অধিকার মঞ্চের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে তুলকালাম

BJP Agitation in College Street: বিজেপির দাবি, হিন্দু ওবিসিদের বঞ্চিত করে সংখ্যালঘুদের অনৈতিকভাবে সুযোগ করে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গ ওবিসি অধিকার রক্ষা মঞ্চের ডাকে এদিন বিধানসভা ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়।

BJP Agitation: জ্যোতির্ময়ের সঙ্গে তুমুল বচসা পুলিশের, OBC অধিকার মঞ্চের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে তুলকালাম
ব্যাপক উত্তেজনা কলেজ স্ট্রিটে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 29, 2025 | 3:07 PM

কলকাতা: ওবিসি অধিকার মঞ্চের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। রণক্ষেত্র কলেজ স্ট্রিট। অনুমতি ছাড়াই মিছিলের অভিযোগ পুুলিশের। মিছিল শুরুর আগেই তুলকালাম কাণ্ড, ধরপাকড় শুরু। ব্যাপাক উত্তেজনা এলাকায়। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি আন্দোলনকারীদের। চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের তুলে দেখা গেল পুলিশকে। 

বিজেপির দাবি, হিন্দু ওবিসিদের বঞ্চিত করে সংখ্যালঘুদের অনৈতিকভাবে সুযোগ করে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গ ওবিসি অধিকার রক্ষা মঞ্চের ডাকে এদিন বিধানসভা ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পুলিশের ধস্তাধস্তিতে জড়াতে দেখা যায় বিজেপি সাংসদকেও। পুলিশ বারাবার তাঁদের রাস্তা থেকে সরে যেতে বললেও তাঁরা সরতে নারাজ। তর্কাতর্কিতে আরও বাড়ে উত্তেজনা। রাস্তাতেই বসে পড়েন জ্যোর্তিময়, বিজেপি নেতা তমোঘ্ন ঘোষেরা। এরপরই বলপ্রয়োগ করে তাঁদের সরানোর চেষ্টা করে পুলিশ। 

পাল্টা পুলিশের প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ দেখাতে দেথা যায় বিজেপি কর্মীদের। পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে যায় এলাকা। চ্যাংদোলা করে একের পর এক বিজেপি কর্মীকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হয়। বিজেপির মহিলা কর্মী সমর্থকদের ঠেকাতে প্রচুর মহিলা পুলিশকেও মাঠে দেখা যায়।