
কলকাতা: নিম্নচাপের জেরে বিগত কয়েকদিন ধরেই মুখ ভার আকাশের। মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হলেও রাজ্যের বাকি জেলাগুলির মতো সেই অর্থে ভাসেনি কলকাতা। বৃহস্পতিতে আবহাওয়া অফিস বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছিল। আজ নতুন আপডেট কী আবহাওযার?
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দুয়ারে কার্যত দাঁড়িয়ে রয়েছে দুর্যোগ। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। এবার অতি গভীর নিম্নচাপের আশঙ্কা। এদিন দুপুরের মধ্যেই বাংলা ও বাংলাদেশ উপকূলে ঢুকে পড়বে নিম্নচাপ। সুন্দরবন হয়ে তারপর স্থলভাগে ঢুকবে অতি গভীর নিম্নচাপটি।
এই মুহূর্তে দিঘা থেকে ১৩০ কিলোমিটার দূর ও সাগর থেকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপটি। সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে দিয়ে স্থলভাগে ঢুকবে সেটি।
আজ বারো জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় অতি ভারী বৃষ্টি হবে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে শুক্রবারও।
আজ কলকাতাতেও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। আগামিকালও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জোয়ারের সময় ভারী বৃষ্টি হলে জলমগ্ন হওয়ার আশঙ্কা। ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে শহরে।
রেহাই মিলবে না উত্তরবঙ্গেরও। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি হবে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টি হবে পূর্বাভাস। আর সেই কারণে এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে শুক্রবার আলিপুরদুয়ারে চরম ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আর সেই কারণে এই জেলার জন্য জারি থাকছে লাল সতর্কতা।