Weather Latest Update: ঘনিয়ে আসছে দুর্যোগ, বাংলায় বইবে ঝড়ো হাওয়া, আপনার জেলা ভাসবে কি?

Weather News: যে নিম্নচাপের প্রভাবে এত বৃষ্টি হচ্ছে বর্তমানে সেটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে অবস্থান করছে। যার প্রভাবে বাংলায় বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস বলছে, আজ অর্থাৎ সোমবার থেকে বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া, হুগলি, ও উত্তর ২৪ পরগনায়।

Weather Latest Update: ঘনিয়ে আসছে দুর্যোগ, বাংলায় বইবে ঝড়ো হাওয়া, আপনার জেলা ভাসবে কি?
প্রতীকী ছবিImage Credit source: Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 28, 2025 | 1:26 PM

কলকাতা: সকাল থেকেই আপনারা দেখছেন আকাশের মুখ ভার। বৃষ্টি হবে কি হবে না এমনটা ভাবছেন কী? আপনারা জানেন আবহাওয়া অফিস আগেই পূর্বভাস দিয়েছিল সোমবার থেকে ফের বৃষ্টি হবে। আর সপ্তাহের শুরুর দিন সকালে উঠেই বোঝা গেল সেই পূর্বাভাস সত্যি হতে চলেছে। হ্যাঁ আপনারা ঠিকই বুঝেছেন আজ ভারী বৃষ্টি হবে। কিন্তু কোথায় কোথায় হবে এই বৃষ্টি?

যে নিম্নচাপের প্রভাবে এত বৃষ্টি হচ্ছে বর্তমানে সেটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে অবস্থান করছে। যার প্রভাবে বাংলায় বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস বলছে, আজ অর্থাৎ সোমবার থেকে বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া, হুগলি, ও উত্তর ২৪ পরগনায়। বৃষ্টি নয়, তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বাইবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

মঙ্গলবার বৃষ্টি হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায়

বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হবে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।

বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট কী?

সোমবার ভারী বৃষ্টি শুধুমাত্র কালিম্পং, মালদা, এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

মঙ্গলে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায়।

বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।