Weather Latest Update: প্রবল বৃষ্টির অশনি সঙ্কেত বাংলায়, ভাসতে পারে এই এই জায়গা, পরিস্থিতি ঠিক হবে কবে?

Kolkata Weather News: অপরদিকে আগামী ৩০ ও ৩১ মে উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি হয়েছে। হাওয়া অফিস বলছে, মঙ্গলবারই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Weather Latest Update: প্রবল বৃষ্টির অশনি সঙ্কেত বাংলায়, ভাসতে পারে এই এই জায়গা, পরিস্থিতি ঠিক হবে কবে?
কতদিন ধরে চলবে বৃষ্টিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 26, 2025 | 3:28 PM

কলকাতা: সকাল থেকে আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। কলকাতা সহ বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে বৃষ্টি কমবে কবে? কী বলছে হাওয়া অফিস?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী প্রবল অশনিসঙ্কেত রয়েছে বাংলার জন্য। কার্যত দুর্যোগের ভয় রয়েছে বাংলার ভাগ্যে। দক্ষিণবঙ্গেও এবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। শুক্রবার দক্ষিণের সাত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কিছু অঞ্চলে একদিনে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। অপরদিকে, বৃহস্পতি ও শুক্রবার কলকাতার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অপরদিকে আগামী ৩০ ও ৩১ মে উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি হয়েছে। হাওয়া অফিস বলছে, মঙ্গলবারই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে আরও বাড়বে বৃষ্টিবাদলা বলে দাবি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

কবে-কবে কোথায় কোথায় বৃষ্টি?

পূর্বাভায় অনুযায়ী জানা যাচ্ছে, ২৮ মে (বুধবার) বৃষ্টি হতে পারে—-উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর

২৯ মে (বৃহস্পতিবার) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান

৩০ মে (শুক্রবার) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলা। এর মধ্যে হুগলি,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বর্ষণ হবে। এছাড়াও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে।

৩১ মে (শনিবার) বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদে

তবে কোথায়-কবে বৃষ্টি হচ্ছে সেই পূর্বাভাস দেওয়া হলেও, এখনও আবহাওয়া অফিসের তরফে জানানো হয়নি বৃষ্টি কমবে ঠিক কবে?