Weather Update: বাংলায় ফের জারি হলুদ সতর্কতা, বঙ্গোপসাগরে বদলাচ্ছে পরিস্থিতি

Weather Update: কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার-শুক্রবার কিছু জেলায় অতি ভারী বৃষ্টিরও আশঙ্কা তৈরি হয়েছে।

Weather Update: বাংলায় ফের জারি হলুদ সতর্কতা, বঙ্গোপসাগরে বদলাচ্ছে পরিস্থিতি
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 22, 2025 | 8:51 AM

কলকাতা: বৃষ্টি থেকে দিন দুয়েকের বিরতি মিলেছিল। সোমবার সারাদিন উল্লেখযোগ্যভাবে কোথাও তেমন বৃষ্টি হয়নি, রবিবারও বৃষ্টির পরিমাণ ছিল সামান্য। সেই সঙ্গে আর্দ্রতার বাড়বাড়ন্তে গলদঘর্ম অবস্থা হচ্ছিল সাধারণ মানুষের। এবার সেই পরিস্থিতির বদল হচ্ছে। আবারও শুরু হচ্ছে বৃষ্টি। বুধবার থেকেই তুমুল বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহওয়া দফতরের তরফ থেকে তেমনই পূর্বাভাস দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ। আর তার জেরেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আরও বাড়বে বৃষ্টি। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার-শুক্রবার কিছু জেলায় অতি ভারী বৃষ্টিরও আশঙ্কা তৈরি হয়েছে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ঝাড়খণ্ডে। ফলে, একাধিক জেলায় ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। গত সপ্তাহেও প্রবল বৃষ্টি হয়েছে। তৈরি হয়েছিল নিম্নচাপ। পরে সেই নিম্নচাপ সরে যাওয়ায় রোদের মুখ দেখে বাংলা।

এবার ফের বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এখনও ঘাটাল সহ গোটা পশ্চিম মেদিনীপুরের অনেক জায়গা জলের তলায়। ফলে সেই পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা তৈরি হচ্ছে।