
কলকাতা: রাজ্যজুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। চলতি সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি হয়েছে। মাঝে শুক্রবার বাদ ছিল। তারপর ফের শনি ও রবিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইবে। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকছে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে শনিবার থেকে রবিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলাতে। সোমবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলাতে। তবে মঙ্গলবার থেকে বদলাবে পরিস্থিতি। সকালের দিকে থাকবে আংশিক মেঘলা আকাশ।
কলকাতায় কেমন থাকবে আকাশ?
কলকাতায় সন্ধের পর বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ,কখনো পুরোপুরি মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
অপরদিকে, উত্তরবঙ্গের দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হবে। সেই তুষারপাতের সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। সিকিমে তুষারপাতের সম্ভাবনা ও তার সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা দার্জিলিং ও কালিম্পং বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত।