Rain Forecast: বুধের পর বৃহস্পতিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ভিজতে পারে এই জেলাগুলি

Rain Forecast: এদিন দক্ষিণবঙ্গে ভাল বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। বাকি জেলাগুলির অধিকাংশেই বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলেছে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে।

Rain Forecast: বুধের পর বৃহস্পতিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ভিজতে পারে এই জেলাগুলি
কী বলছে হাওয়া অফিস? Image Credit source: PTI

| Edited By: জয়দীপ দাস

Jul 31, 2024 | 9:25 PM

কলকাতা: বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির ছবিটা দেখা যাচ্ছিল বিগত কয়েকদিন ধরেই। কিন্তু, কলকাতার বুকে সেই অর্থে ভারী বৃষ্টির ছবি গত কয়েকদিনে দেখা যায়নি। কিন্তু, বুধবার সকাল থেকেই ভেঙে গেল রেকর্ডটা। দিনভর একটানা মুষলধারা দেখল শহরবাসী। হাওয়া অফিস বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে পুরুলিয়া ও সাগরদ্বীপের উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাতেই বৃষ্টি পাচ্ছে বাংলা। একইসঙ্গে ঝাড়খণ্ডের উপর যে ঘূর্ণাবর্ত ছিল সেটি সরে গিয়েও আবার পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। সে কারণেই দক্ষিণবঙ্গে ভাল বৃষ্টি আশা করছেন আবহাওয়াবিদরা। শুধু কলকাতা নয়, বেশি কিছু জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে। 

এদিন দক্ষিণবঙ্গে ভাল বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। বাকি  জেলাগুলির অধিকাংশেই বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলেছে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। ভিজবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে। 

ইতিমধ্যেই বর্ষার শুরু থেকেই ভাল বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। এদিনও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভাল বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে  কালিম্পংয়ে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে।