AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: বারাসত অবধি কবে ছুটবে মেট্রো? ‘বাড়তি অক্সিজেন’ জুগিয়ে হয়ে গেল উচ্চস্তরীয় বৈঠক

Kolkata Metro: সেই বৈঠকে যোগ দিয়েছিলেন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মেট্রো রেলওয়ে সুনীল কুমার যাদব, অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার শীর্ষেন্দু গিরি, রাজ্যসভার সাংসদ ও বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য। বৈঠকের

Kolkata Metro: বারাসত অবধি কবে ছুটবে মেট্রো? 'বাড়তি অক্সিজেন' জুগিয়ে হয়ে গেল উচ্চস্তরীয় বৈঠক
প্রতীকী ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Apr 21, 2025 | 12:55 PM
Share

কলকাতা: অফিস যাওয়া হোক কিংবা ঘুরতে যাওয়ার জন্য বিমানবন্দর। পরের মাস থেকে আর কোনও ঝক্কিই পোহাতে হবে না সাধারণ মানুষকে। নোয়াপাড়া থেকে বিমানবন্দর সটান পৌঁছে যেতে পারবেন বাস-অটো ছাড়াই। সোমবার মেট্রোর সম্প্রসারণ নিয়ে উচ্চস্তরীয় বৈঠক আয়োজিত হয়েছিল এয়ারপোর্ট মেট্রো স্টেশন বা জয় হিন্দ স্টেশনে।

সেই বৈঠকে যোগ দিয়েছিলেন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মেট্রো রেলওয়ে সুনীল কুমার যাদব, অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার শীর্ষেন্দু গিরি, রাজ্যসভার সাংসদ ও বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য। বৈঠকের পর নির্মীয়মান মেট্রো স্টেশন পরিদর্শনে বেরিয়েছিলেন বিজেপি নেতা। সেখানে তিনি আশা প্রকাশ করেন, মে মাসের মধ্যেই সম্ভবত এই মেট্রো ব্যবস্থা চালু হয়ে যেতে পারে।

তবে আগামী মাসের বিমানবন্দরের প্রথম পর্যায়ের মেট্রো প্রকল্প শুরু হওয়ার সম্ভবনা তৈরি হলেও, দ্বিতীয়পর্যায়ের প্রকল্প নিয়ে বাধার মুখে মেট্রো কর্তৃপক্ষ। প্রশাসনিক সূত্রের খবর, দ্বিতীয় পর্যায়ে বিমানবন্দর হয়ে নিউ ব্যারাকপুর পর্যন্ত সম্প্রসারণ করা হবে মেট্রো। যা বারাসত মেট্রো প্রকল্প নামে পরিচিত। কিন্তু সমস্যাটাও সেখানেই। ২০২৬ সালের মাঝামাঝির মধ্যে এই কাজ সম্পন্ন করার কথা ছিল। তবে জমি জটের কারণে সেই প্রকল্প বারংবার হোঁচট খাচ্ছে।

যশোর রোড, বিরাটি, মধ্যমগ্রাম ও বারাসত এই স্টেশনগুলি তৈরির জন্য যতটা এলাকা প্রয়োজন, তার এক টুকুও মেলেনি বলে জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। সোমবারের বৈঠকে মেট্রো রেলের এই সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। তারপর আলোচনায় যোগ দেওয়া বিজেপির রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, আশা রাখা যায়, খুব দ্রুত বারাসাত পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণ এর কাজও শুরু হবে।