Holi Security: সকাল থেকেই রাস্তায় থাকছেন উচ্চপদস্থ পুলিশকর্তারা, দোলের দিন বিশেষ সতর্কতা

Holi Security: সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে শহর ওই দিনগুলো। ৫৮ টি পিসিআর ভ্যান থাকবে, ৪৪ টি মোটর সাইকেল পেট্রোলিং বাহিনী। সকালে ২৭ টি ও রাতে ১৯ টি HRFS, মহিলাদের নিরাপত্তার জন্য শহর থাকবে উইনার্স বাহিনী, তারা বিভিন্ন পার্কে নজর রাখবে। 

Holi Security: সকাল থেকেই রাস্তায় থাকছেন উচ্চপদস্থ পুলিশকর্তারা, দোলের দিন বিশেষ সতর্কতা
হোলির জন্য বিশেষ সতর্কতাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 23, 2024 | 7:23 AM

কলকাতা: দোল ও হোলি নিয়ে বিশেষ সতর্কতা নিয়ে কলকাতা পুলিশ। রাজ্য প্রশাসনের তরফ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনে তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে শহরে। ৭০ টি ঘাটে প্রস্তুত করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে। প্রতিটি ঘাটে বিশেষ ভাবে নজর রাখবে সংশ্লিষ্ট থানার অফিসাররা। ২৫ ও ২৬ তারিখ রাস্তায় থাকছে ২৬ জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার, সাব- ইনস্পেকটর পদমর্যাদা অফিসার-সহ থাকবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। ৩৫০ টি পিকেট তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায়।

সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে শহর ওই দিনগুলো। ৫৮ টি পিসিআর ভ্যান থাকবে, ৪৪ টি মোটর সাইকেল পেট্রোলিং বাহিনী। সকালে ২৭ টি ও রাতে ১৯ টি HRFS, মহিলাদের নিরাপত্তার জন্য শহর থাকবে উইনার্স বাহিনী, তারা বিভিন্ন পার্কে নজর রাখবে।

দোলের দিন সকালে ও বিকালে বিশেষ নজরদারিও ব্যবস্থা করেছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত পিসিআর ভ্যানও। একাধিক পিসিআর ভ্যান মোতায়েন থাকছে শহরের বিভিন্ন প্রান্তে। শহরের একাধিক ঘাট ও জলাশয়গুলিকে চিহ্নিত করা হয়েছে। ঘাট ও জলাশয়গুলিতে বিপর্যয় মোকাবিলা দফতরের বাহিনী মোতায়েন থাকবে।