Kolkata: খাস কলকাতায় ভয়াবহ ঘটনা, প্রকাশ্য রাস্তায় কোপ মহিলা আইনজীবীকে

Kolkata: কিছু সময়ের মধ্যেই ওখানে এসে যায় আরও বেশ কয়েকজন। অভিযোগ, তারপরই তাঁকে মারধর, গালিগালাজ, এমনকি খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ধারাল অস্ত্রের কোপও মারা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

Kolkata: খাস কলকাতায় ভয়াবহ ঘটনা, প্রকাশ্য রাস্তায় কোপ মহিলা আইনজীবীকে
ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 07, 2025 | 10:49 AM

কলকাতা: কলকাতার রাস্তায় ভয়াবহ ঘটনা। তরুণী আইনজীবীর উপর হামলা। হাতে ধারাল অস্ত্রের কোপ। পাল্টা তরুণী আইনজীবীর পরিবারের বিরুদ্ধে হামলার অভিযোগ অভিযুক্তদের। একে অপরের বিরুদ্ধে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ। কিন্তু, ঝামেলার সূত্রপাত কোথায়? 

সূত্রের খবর, অবৈধ পার্কিংয়ের প্রতিবাদ করেছিলেন ওই তরুণী। তখনই তাঁর হাতে কোপ মারা হয় বলে অভিযোগ। কিন্তু, যাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তিনি তাঁরা তরুণীর বিরুদ্ধে পাল্টা অভিযোগে সরব হয়েছেন। অবৈধ নির্মাণের অভিযোগ করায় অভিযুক্তদের মারধরের অভিযোগ তুলেছেন তরুণী আইনজীবী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় চারু মার্কেট থানার গোবিন্দ ব্যানার্জি লেনে। তরুণী আইনজীবীর অভিযোগ এদিন বিকালে বাড়ির কাছেই থাকা নিজের চেম্বার খোলার সময় পাড়ার কয়েকজন যুবকের সঙ্গে গাড়ির পার্কিং নিয়ে বচসা বাধে। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 

কিছু সময়ের মধ্যেই ওখানে এসে যায় আরও বেশ কয়েকজন। অভিযোগ, তারপরই তাঁকে মারধর, গালিগালাজ, এমনকি খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ধারাল অস্ত্রের কোপও মারা হয়। অবৈধ পার্কিংয়ের প্রতিবাদ করাতেই ওই যুবকেরা তাঁর উপর চড়াও হয় বলে দাবি করছেন ওই আইনজীবী। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতেও সরব হয়েছেন তিনি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের মধ্যে অনেকে ড্রাইভারও রয়েছেন বলে জানা যাচ্ছে। 

যদিও আইনজীবীর দাবি, অস্বীকার করেছেন এলাকার ড্রাইভাররা। তাঁদের দাবি, জোর করে পুলিশকে টাকা দিয়ে অবৈধ নির্মাণ করেছেন ওই তরুণীর বাবা। তাঁর প্রতিবাদ করায় দলবল নিয়ে এসে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে শেষ পর্যন্ত চারু মার্কেট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।