AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Crime Case: আমাকেও গাড়িতে তুলেছিল... অপহরণকাণ্ডে ভয়াবহ অভিজ্ঞতা, কতটা প্রভাব বিডিও-র!

Crime Case: আমাকেও গাড়িতে তুলেছিল… অপহরণকাণ্ডে ভয়াবহ অভিজ্ঞতা, কতটা প্রভাব বিডিও-র!

TV9 Bangla Digital

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Nov 07, 2025 | 12:13 AM

Share

BDO: পরে স্বপন কামিল্যার সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজগঞ্জের বিডিও। সেইসময় সোনার গয়না ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী। সেইমতো গত ২৭ অক্টোবর দত্তাবাদে স্বপন কামিল্যার সোনার দোকানে এসে উপস্থিত হন প্রশান্ত বর্মণ। তাঁর সঙ্গে আরও জনা পাঁচেক লোক ছিলেন। অভিযোগ, স্বপন ও তাঁর বাড়ির মালিককে গাড়িতে তোলা হয়েছিল।

স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা কীভাবে খুন! অন্তর্তদন্ত করেছে TV9 বাংলা। সিসি ক্যামেরার ফুটেজ এসেছে পুলিশের হাতে। কালো গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় সোনা ব্যবসায়ীকে। একটি বাড়ির ভিতরে থেকে আরও একজনকে চ্যাংদোলা করে তোলা হয় অন্য একটি গাড়িতে। এর ঠিক কয়েক ঘণ্টা পর উদ্ধার হয় ওই ব্যবসায়ীর দেহ।

দুটো গাড়ি করে কারা এল, কীভাবে নিয়ে গেল, সবটা বললেন প্রত্যক্ষদর্শী। আঙুল উঠছে বিডিও প্রশান্ত বর্মনের দিকে। কতটা প্রভাবশালী তিনি? মাথায় কি কারও হাত আছে? বিডিও-র কীর্তিতে উঠছে বড় প্রশ্ন।