Muchipara: একটা ছাতা দিয়ে শরীর লুকাতে চেয়েছিল খুনি, মুচিপাড়ার পুলিশও কম গেল না…

Muchipara: মুচিপাড়ায় বৃদ্ধাকে খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজে ছাতা মাথায় এক ব্যক্তিকে দেখতে পায়। তবে ওই ব্যক্তির মুখ স্পষ্ট বোঝা যাচ্ছিল না। পরে অন্য ফেরিওয়ালাদের জিজ্ঞেস করে মগরাহাটে যায় মুচিপাড়া থানার পুলিশ।

Muchipara: একটা ছাতা দিয়ে শরীর লুকাতে চেয়েছিল খুনি, মুচিপাড়ার পুলিশও কম গেল না...
প্রতীকী ছবি

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 14, 2025 | 7:10 PM

কলকাতা: মুচিপাড়ায় বৃদ্ধাকে খুনের কারণ কী? কীভাবে ওই বৃদ্ধার বাড়িতে পৌঁছল আততায়ী? তিন দিন আগে মুচিপাড়ায় বাড়ি থেকে নমিতা পাল নামে ওই বৃদ্ধার দেহ উদ্ধারের পর থেকেই প্রশ্ন উঠছিল। তদন্তে নেমে শনিবার ভোররাতে মগরাহাট থানা এলাকা থেকে ময়মুর আলি গাজি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আর তাঁকে জিজ্ঞাসা করেই খুনের কারণ জানা গিয়েছে বলে পুলিশ জানাল।

কীভাবে নমিতা পালের বাড়িতে পৌঁছে গিয়েছিল আততায়ী?

পুলিশ সূত্রে খবর, ময়মুর আলি গাজি পেশায় ফেরিওয়ালা। পুরানো আসবাবপত্র কেনার জন্য বাড়ি বাড়ি ঘুরতেন। নমিতা পাল তাঁর বাড়ির পুরানো বেশ কিছু আসবাবপত্র বিক্রি করতে চেয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, পুরানো আসবাবপত্র কেনার নাম করে বাড়িতে ঢুকে একলা বৃদ্ধাকে দেখে ফন্দি আঁটেন ময়মুর। বাড়িতে ঢুকে কিছুক্ষণের মধ্যে বৃদ্ধাকে খুন করে গয়না-সহ বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেন। যাতে সিসিটিভিতে মুখ বোঝা না যায়, তার জন্য ছাতা ব্যবহার করেছিলেন অভিযুক্ত। ছাতা মাথায় দিয়ে বাইরে এসে বাড়ির দরজায় একটি তালা লাগিয়ে এলাকা ছাড়েন ময়মুর।

খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজে ছাতা মাথায় এক ব্যক্তিকে দেখতে পায়। তবে ওই ব্যক্তির মুখ স্পষ্ট বোঝা যাচ্ছিল না। পরে অন্য ফেরিওয়ালাদের জিজ্ঞেস করে মগরাহাটে যায় মুচিপাড়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তির হাঁটা ও ময়মুরের হাঁটা মিলে যেতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে ধৃতের বাড়ি থেকে চারটি সোনার চুড়ি, দুটি সোনার আংটি, একটা সোনার লকেট এবং কিছু রুপোর গয়না উদ্ধার করে। এরপর ময়মুরকে গ্রেফতার করে মুচিপাড়া থানার পুলিশ। ধৃতের পোশাক, ছাতা ও একটি ব্যাগও বাজেয়াপ্ত করে।

ধৃত ময়মুর আলি গাজি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়ার সার্পেনটাইন লেনে বৃদ্ধাকে খুনের পর ওই বাড়ি থেকে বেরিয়ে একটি জায়গায় গিয়ে জামা বদল করেন বছর তিপান্নর ময়মুর। পরে ট্রেনে চেপে বাড়ি চলে যান। ধৃতকে এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ২৬ জুন পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।