
কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বিরাম নেই মুষলধারার। বুধবারের পর বৃহস্পতিবারও প্রবল বৃষ্টি রাজ্যে। দিনভর বৃষ্টি চলল জেলায় জেলায়। এদিকে বঙ্গে পা রাখলেও শুরু থেকেই বিশেষ বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের প্রায় সবজেলাতেই রয়েছে বড়সড় বৃষ্টির ঘাটতি। আবহাওয়া দফতরের কর্তারা বলছেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে ঘাটতি অনেকটাই মিটতে পারে। অগস্ট, সেপ্টেম্বরে রাজ্যের বেশিরভাগ জেলাতে স্বাভাবিক বা তার থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধুমাত্র উত্তর-পূর্ব ভারত লাগোয়া রাজ্যের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে।
তবে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে অন্যান্য জেলার তুলনায় কম বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, মালদহ, বীরভূম, মুর্শিদাবাদে। হাওয়া বলছে বর্তমানে ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছে। পাশাপাশি একটি অক্ষরেখা বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা আবার বাঁকুড়া এবং ক্যানিংয়ের উপর দিয়ে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তারপরই প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার দিনভর অতি ভারী বৃষ্টি হয়েছে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূমে। ভারী বৃষ্টি হয়েছে কলকাতাতেও। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে। রাতের দিকে বৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়াতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে। প্রবল বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের কিছু জেলার নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও থাকছে। জল জমছে শহরাঞ্চলের রাস্তায়। যানজট তো হচ্ছেই সঙ্গে দুর্ঘটনার সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না।