ভ্যাক্সিনে অ্যান্টিবডির মেয়াদ কতদিন?

sreejayee das

sreejayee das | Edited By: সৌরভ পাল

Updated on: Feb 06, 2021 | 9:18 AM

কেন কোভ্যাক্সিন দেওয়া গেল না সে নিয়েও ওঠে প্রশ্ন। কর্তৃপক্ষ জানায় ঠিক সময়ে প্রচার করা যায়নি তাই টিকাকরণে দেরি হয়েছে।

অবশেষে কোভ্যাক্সিনের টিকাকরণ শুরু হল কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College)। ঘোষণা করেও বুধবার প্রাপকের অভাবে থমকে যায় টিকাকরণ প্রক্রিয়া। কেন কোভ্যাক্সিন দেওয়া গেল না সে নিয়েও ওঠে প্রশ্ন। কর্তৃপক্ষ জানায় ঠিক সময়ে প্রচার করা যায়নি তাই টিকাকরণে দেরি হয়েছে। তবে চিকিৎসক মহলের একাংশ টিকা নিতে অনীহা প্রকাশ করছেন, এই বিষয়েও তুমুল আলোচনা হচ্ছে ওয়াকিবহাল মহলে। তাই এবার কিছুটা কড়া অবস্থান নিল কলকাতা মেডিক্যাল কলেজ। মেডিক্যাল কলেজের এমএসভিপি ইন্দ্রনীল বিশ্বাস বলেন, “অনন্তকাল কারোর জন্য অপেক্ষা করা হবে না।” তিনি সাফ জানিয়েছেন, যদি কেউ তাঁর পূর্ব নির্ধারিত সময়ে টিকা নিতে না আসেন, তবে তাঁর টিকা নেওয়ার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হবে।

 

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla