অল্প সময়ে কীভাবে নথি যাচাই সম্ভব, প্রশ্ন রাজনৈতিক মহলের
কুড়ি লক্ষ নোটিশ ইস্যু করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। ৩২ লক্ষ আন ম্যাপড নোটিস এসেছিল। এর মধ্যে কুড়ি লক্ষ ইস্যু হয়েছে। আন ম্যাপড শেষ হলে ডিস্ক্রিপেন্সি দেখা হবে। কমিশন সূত্রে খবর, ১৫০ জনকে এক দিনে ডাকা হবে। আগে ১০০ জন হবে বলে সিদ্ধন্ত হয়।
কলকাতা: এসআইআর-এ ৪ হাজাররে বেশি মাইক্রো অবজার্ভারের প্রশিক্ষণ হবে বলে জানা যাচ্ছে। প্রত্যেক মাইক্রো অবজার্ভার ২ ঘণ্টা করে সময় পাবেন প্রশিক্ষণের জন্য। তাঁদের প্রশিক্ষণ দিতে সরাসরি সিইও দফতর থেকে বরিষ্ঠ আধিকারিকরা এসেছেন। শুনানি পর্বে কীভাবে গোটা দায়িত্ব পালন করা হবে তা বোঝানো হবে মাইক্রো অবজার্ভারদের। কুড়ি লক্ষ নোটিশ ইস্যু করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। ৩২ লক্ষ আন ম্যাপড নোটিস এসেছিল। এর মধ্যে কুড়ি লক্ষ ইস্যু হয়েছে। আন ম্যাপড শেষ হলে ডিস্ক্রিপেন্সি দেখা হবে। কমিশন সূত্রে খবর, ১৫০ জনকে এক দিনে ডাকা হবে। আগে ১০০ জন হবে বলে সিদ্ধন্ত হয়। কোর্টে কিছু মামলা হলে সেটা সেখানে গিয়েই কিরতে হবে। ওই অফিসে এগুলি সুবিধা আছে তাই পাওয়া যায়।

